Breaking





Friday, December 17, 2021

জিকে প্রশ্ন ও উত্তর | Daily GK Notes Part-238

জিকে প্রশ্ন ও উত্তর | Daily GK Notes Part-238 

জিকে প্রশ্ন ও উত্তর | Daily GK Notes Part-238
GK Notes
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Notes Part-238 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Notes

প্রশ্নঃ কুড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন ?
উত্তরঃ ন্যাস্টিক চলন

প্রশ্নঃ কোন গ্রন্থে ষোড়শ মহাজনপদের তালিকা পাওয়া যায় ?
উত্তরঃ অঙ্গুত্তরা নিকায়া

প্রশ্নঃ বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ “দি প্রিন্স” এর রচয়িতা কে ?
উত্তরঃ নিক্কোলো ম্যাকিয়াভেলি

প্রশ্নঃ দক্ষিণ ভারতের কোন গাছকে সবুজ সোনা বলা হয় ?
উত্তরঃ নারকেল গাছ

প্রশ্নঃ Solar System এর আবিষ্কারক কে ?
উত্তরঃ কোপার্নিকাস

প্রশ্নঃ “অরিরাজ মদন শংকর” কোন সেন রাজার উপাধি ছিল ?
উত্তরঃ লক্ষণ সেন

প্রশ্নঃ “দায়ভাগ” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ জীমূতবাহন

প্রশ্নঃ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সব থেকে বেশি ?
উত্তরঃ লাক্ষাদ্বীপ

প্রশ্নঃ রক্তে কত শতাংশ রক্ত কনিকা থাকে ?
উত্তরঃ ৪৫ শতাংশ

প্রশ্নঃ কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় ?
উত্তরঃ কেরালা

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box