Breaking





Friday, December 17, 2021

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF | First Women of West Bengal

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা 

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDF | First Women of West Bengal
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা PDFটি শেয়ার করলাম। যেটির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলাদের নামের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। Group-D সহ আরো অন্যান্য চাকরির পরীক্ষায় জিকের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক কে হন? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে? ইত্যাদি।

তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা

ক্ষেত্র পশ্চিমবঙ্গের প্রথম মহিলা
রাজ্যপাল পদ্মজা নাইডু
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
প্রথম পাইলট দূর্বা বন্দ্যোপাধ্যায়
পত্রিকার সম্পাদিকা ভুবনমোহিনী দেবী
প্রথম জেলাশাসক রানু ঘোষ
এভারেস্ট আরোহনকারী শিপ্রা মজুমদার
প্রথম শহীদ মাতঙ্গিনী হাজরা
প্রথম প্যারাসুট অবতরণ গীতা চন্দ্র
ব্যারিস্টার রোজিনা গুহ
প্রথম ইঞ্জিনিয়ার ইলা ঘোষ
প্রথম আই.এ.এস রমা মজুমদার
প্রথম ডি.এস.সি অসীমা চট্টোপাধ্যায়
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী
প্রথম এম.এ পাশ চন্দ্রমুখী বসু
প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন
প্রথম অ্যাকাডেমী পুরস্কার মৈত্রেয়ী দেবী
প্রথম লেনিন শান্তি পুরস্কার অরুণা আসফ আলী
ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী
প্রথম দক্ষিণ মেরুযাত্রী সুদীপ্তা সেনগুপ্ত

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিংক নীচে দেওয়া রয়েছে


File Details::
File Name: First Women of West Bengal
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 0.61 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box