Bengali GK Prostuti Part-237 | জিকে প্রস্তুতি
![]() |
GK Prostuti |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Prostuti Part-237 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Prostuti
প্রশ্নঃ গির অভয়ারণ্যটি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
উত্তরঃ গুজরাটে
প্রশ্নঃ এনথ্রোপলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কত সালে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৫ সালে
প্রশ্নঃ দুটি স্নায়ুকোষের সংযোগ স্থলে কোন পদার্থ থাকে ?
উত্তরঃ নিউরোহিউমার
প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে মরুভূমির প্রাধান্য বেশি ?
উত্তরঃ রাজস্থান
প্রশ্নঃ থিওরি অব রিলেটিভিটি (Theory of Relativity) এর উদ্ভাবক কে ?
উত্তরঃ অ্যালবার্ট আইনস্টাইন
প্রশ্নঃ আম ফলটিতে কোন ভিটামিন থাকে ?
উত্তরঃ ভিটামিন A
প্রশ্নঃ ফ্যাটের অপর নাম কি ?
উত্তরঃ লিপিড
প্রশ্নঃ টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ কোথায় অবস্থিত ?
উত্তরঃ মুম্বাই
প্রশ্নঃ কোন রক্ত কণিকা রক্ততঞ্চনে সাহায্য করে ?
উত্তরঃ অনুচক্রিকা
প্রশ্নঃ কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি ?
উত্তরঃ লাল
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box