Breaking





Wednesday, December 08, 2021

জিকে ট্যাবলেট | GK Tablet in Bengali Part-231

জিকে ট্যাবলেট | GK Tablet in Bengali Part-231 

জিকে ট্যাবলেট | GK Tablet in Bengali Part-231
GK Tablet
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Tablet in Bengali Part-231 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Tablet in Bengali

প্রশ্নঃ দ্য ডিসকভারি অব ইন্ডিয়া বইটি কার লেখা ?
উত্তরঃ জওহরলাল নেহরু

প্রশ্নঃ সারা ভারত কিষাণসভার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ স্বামী সহজানন্দ সরস্বতী

প্রশ্নঃ পাখির মাধ্যমে ফুলে পরাগযোগ ঘটলে তাকে কী বলে ?
উত্তরঃ অরনিথোফিলি

প্রশ্নঃ পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি

প্রশ্নঃ পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্রেমিং কোন দেশের নাগরিক ছিলেন ?
উত্তরঃ স্কটল্যান্ড

প্রশ্নঃ উইলিয়াম কেরি কে ছিলেন ?
উত্তরঃ একজন মিশনারি

প্রশ্নঃ বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২ ফেব্রুয়ারি

প্রশ্নঃ কোন গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না ?
উত্তরঃ এ ও বি

প্রশ্নঃ হাতের লেখা বিশ্লেষণ সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় ?
উত্তরঃ গ্রাফোলজি (Graphology)

প্রশ্নঃ বিজয় হাজারে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box