Breaking





Tuesday, December 21, 2021

WBP Excise Constable Main Practice Set PDF in Bengali Part-02

WBP Excise Constable Main Practice Set PDF | Abgari Main Exam Practice Set PDF 

WBP Excise Constable Main Practice Set PDF in Bengali Part-02
আবগারি মেন প্র্যাকটিস সেট
প্রিয় পাঠকেরা,
আসন্ন পশ্চিমবঙ্গ পুলিশ আবগারি কনস্টেবল মেন পরীক্ষার প্রস্তুতির জন্য WBP Excise Constable Main Practice Set Part-02 PDFটি আপনাদের সরবরাহ করছি। যেটিতে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ৩০টি জেনারেল স্টাডিজ, ৩০টি জেনারেল ইংলিশ, ২০টি গণিত এবং ১০টি রিজনিং থেকে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। যেহেতু Abgari Constable Main Exam খুব শীঘ্রই হতে চলেছে তাই Practice Set PDFটি ডাউনলোড করে বাড়িতেই প্র্যাকটিস করতে থাকুন।

সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন এবং প্রস্তুতির মাত্রা বৃদ্ধি করুন।

আবগারি কনস্টেবল মেন প্র্যাকটিস সেট ০২

1. ‘Art of Living’ - এর প্রবক্তা কে ?
(A) ভগবান রজনীশ
(B) মহাঋষি মহেশ যোগী
(C) শ্রী শ্রী রবিশঙ্কর 
(D) স্বামী অভয়ানন্দ

2. চিনের প্রাচীর কে নির্মাণ করেন ?
(A) চিনের রাজা কিন শি হুয়াং
(B) চিনের রাজা চাও কুয়াং ইন
(C) কনফুসিয়াস
(D) নেবুকাদনেজার

3. মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল কোথায় অবস্থিত ?
(A) রাশিয়া
(B) গ্রিস
(C) রোম
(D) আমেরিকা

4. বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত ?
(A) তাম্রলিপ্ত
(B) নবদ্বীপ
(C) মেদিনীপুর
(D) ত্রিবেণী

5. মাদার টেরিজা কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ?
(A) 1980
(B) 1981
(C) 1982
(D) 1979

6. ভারতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
(A) পতঞ্জলি শাস্ত্রী
(B) মেহের চাঁদ মহাজন
(C) হরিলাল জে কানিয়া
(D) বিজন কুমার মুখোপাধ্যায়

7. ‘বর্তমান ভারত’ - কে রচনা করেন ?
(A) স্বামী বিবেকানন্দ
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) রামমোহন রায়
(D) অরবিন্দ ঘোষ

8. ‘লেভ’ কোন দেশের মুদ্রা ?
(A) রাশিয়া
(B) বুলগেরিয়া
(C) ভিয়েতনাম
(D) সিরিয়া

9. শ্রী অরবিন্দের যোগসাধনার সঙ্গে কোন শহরটি যুক্ত ?
(A) বেঙ্গালুরু
(B) তিরুবনন্তপুরম
(C) পুদুচেরি
(D) চেন্নাই

10. আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোশিমার ওপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমার নাম কী ?
(A) লিটল বয়
(B) লিটল ম্যান
(C) ফ্যাট বয়
(D) ফ্যাট ম্যান

11. কোন দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় ?
(A) ৩১ ডিসেম্বর
(B) ২১ জুলাই
(C) ১ জানুয়ারি
(D) ১ মে

12. “Economic Nightmare” বইটির লেখক   কে ?
(A) জ্যোতি বসু
(B) মহম্মদ ইউনুস
(C) চরণ সিং
(D) মোরারজী দেশাই

13. ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কবে জারী হয় ?
(A) ১৯৭৬ সালে
(B) ১৯৮১ সালে
(C) ১৯৮৫ সালে
(D) ১৯৯১ সালে

14. সিলিকোসিস রোগে কোন জিনিসটি আক্রান্ত হয় ?
(A) যকৃত
(B) ক্ষুদ্রান্ত
(C) হৃদপিন্ড
(D) ফুসফুস

15. জু প্ল্যাংকটন কে কি বলা হয় ?
(A) প্রাথমিক খাদক
(B) জারক
(C) উৎপদক
(D) বিয়োজক

16. ১৯৩০ - এর প্রথম কমনওয়েলথ গেম কোথায় অবস্থিত ?
(A) সিডনি
(B) হ্যামিলটন
(C) অকল্যান্ড
(D) লন্ডন

17. বাস্তুতন্ত্রের পরিণতি প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়াকে কি বলে ?
(A) সাকসেশন
(B) নিস
(C) হাইড্রোজেন
(D) ইকোটিন

18. কোন নৃত্যটি গরিব মানুষের কথাকলি হিসেবে পরিচিত ?
(A) চাকিয়ার কুথু
(B) ইয়াকসাগানা
(C) ওট্রাম থুল্লাল
(D) মোহিনী আট্রম

19. অখিল ভারতীয় হিন্দু মহাসভা কবে স্থাপিত   হয়েছিল ?
(A) ১৯১৩ সালে
(B) ১৯১৫ সালে
(C) ১৯১৭ সালে
(D) ১৯১৯ সালে

20. প্রথম কোন ভারতীয় “ভিক্টোরিয়া ক্রশ” সম্মান প্রাপ্ত হোন ?
(A) খুদাদাদ খান
(B) এম. পি. সিনহা
(C) দাদাভাই নৌরজী
(D) রাজা রামমোহন রায়

21. প্রথম আন্টার্কটিকা অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
(A) ডা: বি. বি. ভট্টাচার্য
(B) ডা: এইচ. কে. গুপ্তা
(C) ডা: বি কে বায়না
(D) ডা: এস. জেড. কাসিম

22. লিওনার্দো দ্য ভিঞ্চি কবে মোনালিসা চিত্রটি অঙ্কন করেন ?
(A) ১৪৯১ সালে
(B) ১৫০৪ সালে
(C) ১৫৫১ সালে
(D) ১৫৬৭ সালে

23. কবে প্যারিসে আইফেল টাওয়ার স্থাপিত হয় ?
(A) ১৮৭৯ সালে
(B) ১৮৮৪ সালে
(C) ১৮৮৯ সালে
(D) ১৮৯৮ সালে

24. শরীরবিদ্যা ক্ষেত্রে “থাইরয়েড গ্রন্থি” র অস্ত্রোপ্রচারের ওপর গবেষণা করার জন্য কে নোবেল পুরষ্কার পেয়েছিলেন ?
(A) এমিল থিওডর কোচার
(B) রবার্ট কক
(C) রবার্ট বারানি
(D) অলব্রেচক্ট কোশেল

25. মহাভারতের আসল নাম কি ?
(A) ভারত কথা
(B) রাজতরঙ্গিনী
(C) কথা সরিৎ সাগর
(D) জয় সংহিতা

26. “Nineteen Eight Four ” - বইটির লেখক কে ?
(A) থমাস হার্ডি
(B) জর্জ অরওয়েল
(C) এমিল জোলা
(D) ওয়াল্টার স্কট

27. বাংলা সাহিত্যের ‘কালকূট’ কাকে বলা হয় ?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) সমরেশ বসু
(D) উপরের কোনটিই নয়

28. গরবা নাচ কোন রাজ্যের অন্তর্গত ?
(A) গুজরাট
(B) অন্ধ্রপ্রদেশ
(C) রাজস্থান
(D) কেরল

29. ডালফিন নোজ কাকে বলে ?
(A) পারাদ্বীপ
(B) হলদিয়া
(C) বিশাখাপত্তনম
(D) চিল্কা হ্রদ

30. রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত ?
(A) ব্যাডমিন্টন
(B) ক্রিকেট
(C) ফুটবল
(D) গল্ফ

৯০টি প্রশ্নোত্তর পিডিএফে দেওয়া রয়েছে


File Details::
File Name: Abgari Constable Main Practice Set 02
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 10
File size: 2 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box