বিভিন্ন অ্যাসিড ও তার উৎস PDF | কিসে কোন অ্যাসিড থাকে | Acids and their Source
![]() |
অ্যাসিড ও তার উৎস |
আজকের পোস্টে বিভিন্ন অ্যাসিড ও তার উৎস PDFটি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন অ্যাসিডের নাম ও তাদের উৎসের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিকটি থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। যেমন:- আপেলে কোন অ্যাসিড থাকে?, টারটারিক অ্যাসিড কিসে থাকে?, চা-এ কোন অ্যাসিড পাওয়া যায়?, পিপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? ইত্যাদি।
তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
বিভিন্ন অ্যাসিড ও তার উৎস
অ্যাসিডের নাম | উৎস |
---|---|
ম্যালিক অ্যাসিড | আপেল |
ফরমিক অ্যাসিড | লাল পিপড়ে, বোলতা, মৌমাছির হুল |
সাইট্রিক অ্যাসিড | আঙুর, কমলা লেবু |
ল্যাকটিক অ্যাসিড | দই |
টারটারিক অ্যাসিড | তেঁতুল |
অক্সালিক অ্যাসিড | টমেটো, হরিতকী |
অ্যাসকরবিক অ্যাসিড | আমলকি |
ট্যানিক অ্যাসিড | চা |
অ্যাসিটিক অ্যাসিড | ভিনেগার |
স্টিয়ারিক অ্যাসিড | সাবান |
ইউরিক অ্যাসিড | মূত্র |
অ্যামাইনো অ্যাসিড | প্রোটিন |
কার্বনিক অ্যাসিড | কোল্ড ড্রিংকস |
ওলিক অ্যাসিড | অলিভ অয়েল |
বিউটারিক অ্যাসিড | রানসিড বাটার |
স্টিয়ারিক অ্যাসিড | ফ্যাট |
গ্লাইকোলিক অ্যাসিড | বিট, আঙুর |
গ্যালিক অ্যাসিড | ওক গাছের ছাল, চায়ের পাতা |
অ্যাসিড ও তার উৎসের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: Acids and their Source
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 02
File size: 0.60 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box