Bengali GK Campus Part-267 | বাংলা জিকে ক্যাম্পাস
![]() |
জিকে ক্যাম্পাস |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Campus Part-267 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Campus
প্রশ্নঃ ভারত সরকারের সরকারি দলিল কী নামে পরিচিত ?
উত্তরঃ শ্বেতপত্র
প্রশ্নঃ বাল্যবিবাহ নিয়ন্ত্রণে “দ্য চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন্ট অ্যাক্ট” কবে চালু হয় ?
উত্তরঃ ১৯২৯
প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?
উত্তরঃ সুকুমার সেন
প্রশ্নঃ ভার্মি কম্পোস্ট তৈরি করতে কোন জীবটির সাহায্য লাগে ?
উত্তরঃ কেঁচো
প্রশ্নঃ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ শিশির কুমার ঘোষ
প্রশ্নঃ পদার্থের অবিভাজ্য এককের নাম “ATOM” দেন কোন গ্রিক বিজ্ঞানী ?
উত্তরঃ ডেমোক্রিটাস
প্রশ্নঃ নিষ্ক ও মনা কী ?
উত্তরঃ বৈদিক যুগের মুদ্রা
প্রশ্নঃ আফগানিস্তানের পার্লামেন্টকে কী বলা হয় ?
উত্তরঃ শুরা বা ন্যাশনাল অ্যাসেম্বলি
প্রশ্নঃ ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিস্কার করেন কে ?
উত্তরঃ আর্কিমিডিস
প্রশ্নঃ সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রবর্তক কে ?
উত্তরঃ নিউটন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box