Breaking





Wednesday, January 19, 2022

Daily GK Dose in Bengali Part-266 | ডেইলি জিকে ডোজ

Daily GK Dose in Bengali Part-266 | ডেইলি জিকে ডোজ 

Daily GK Dose in Bengali Part-266 | ডেইলি জিকে ডোজ
ডেইলি জিকে ডোজ
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Dose Part-266 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Dose in Bengali

প্রশ্নঃ The Comet Disturber কোন গ্রহের অপর নাম ?
উত্তরঃ বৃহস্পতি

প্রশ্নঃ কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ ১৮০৯ খ্রিস্টাব্দে

প্রশ্নঃ ভারতের সংসদ ভবনটির উদ্বোধন করেন কে ?
উত্তরঃ লর্ড আরউইন

প্রশ্নঃ কে শের আফগান নামে কে পরিচিত ছিল ?
উত্তরঃ আলিকুলি বেগ

প্রশ্নঃ মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছিল ?
উত্তরঃ গঙ্গা

প্রশ্নঃ Letters from Burma নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন ?
উত্তরঃ অং সান সু চি

প্রশ্নঃ নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল ?
উত্তরঃ ব্যাঘ্র

প্রশ্নঃ কোন দেশের সংসদ বা পার্লামেন্টের নাম কোর্টেস ?
উত্তরঃ স্পেন

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে কালবৈশাখী বরদৈছিলা নামে পরিচিত ?
উত্তরঃ অসম

প্রশ্নঃ বসুমিত্র কততম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন ?
উত্তরঃ চতুর্থ

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box