Breaking





Saturday, January 08, 2022

বাংলা জিকে বুস্টার পর্ব-২৫৬ | Bangla GK Booster

বাংলা জিকে বুস্টার পর্ব-২৫৬ | Bangla GK Booster 

বাংলা জিকে বুস্টার পর্ব-২৫৬ | Bangla GK Booster
GK Booster
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে বুস্টার পর্ব-২৫৬ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bangla GK Booster

প্রশ্নঃ “বেলা অবেলা কালবেলা” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ জীবনানন্দ দাশ

প্রশ্নঃ বাল গঙ্গাধর তিলক কোন বিখ্যাত ব্যক্তিত্বকে “ভারতের হিরে” বলে সম্বোধন করেছিলেন ?
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে

প্রশ্নঃ মুল্লাপেরিয়ার বাঁধটি দক্ষিণ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ বিশ্ব আলোকচিত্র দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ১৯ আগস্ট

প্রশ্নঃ ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে ?
উত্তরঃ ২০ টাকার নোটে (নতুন)

প্রশ্নঃ ত্রিপুরার রাজধানী কোথায় অবস্থিত ?
উত্তরঃ আগরতলা

প্রশ্নঃ থুম্বা ভারতের কোন রাজ্যের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন কে ?
উত্তরঃ আরকে শন্মুখম চেট্টি

প্রশ্নঃ “En Passant” শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ দাবা

প্রশ্নঃ আইহোল প্রশস্তির সাথে কোন শাসক যুক্ত ?
উত্তরঃ চালুক্যরাজ দ্বিতীয় পুলোকেশী

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box