Bangla GK Diary Part-255 | বাংলা জিকে ডায়েরি
![]() |
জিকে ডায়েরি |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Diary Part-255 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Diary
প্রশ্নঃ হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উত্তরঃ গোল
প্রশ্নঃ “Jerry and David’s Guide to the World Wide Web”- বর্তমানে কী নামে জনপ্রিয় ?
উত্তরঃ Yahoo
প্রশ্নঃ ভুটানের পতাকাতে আমরা কিসের ছবি দেখতে পাই ?
উত্তরঃ ড্রাগন
প্রশ্নঃ ভারতের কোন শহরকে উৎসবের শহর (Festival City of India) বলা হয় ?
উত্তরঃ মাদুরাই
প্রশ্নঃ চাকমা উপজাতি ভারতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত ?
উত্তরঃ আসাম
প্রশ্নঃ কোন বছর কার্গিলের যুদ্ধ হয়েছিল ?
উত্তরঃ ১৯৯৯ সালে
প্রশ্নঃ “Playing to win, my life on and off court” কার আত্মজীবনী মূলক গ্রন্থ ?
উত্তরঃ সাইনা নেওয়াল
প্রশ্নঃ NASA- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওয়াশিংটন ডি.সি.
প্রশ্নঃ ভারতের সুপ্রিমকোর্টের বিচারকদের অবসর নেওয়ার সর্বোচ্চ বয়স সীমা কত ?
উত্তরঃ ৬৫ বছর
প্রশ্নঃ চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ বসুমিত্র
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box