Breaking





Wednesday, January 05, 2022

Bengali GK Guide Part-254 | জিকে গাইড

Bengali GK Guide Part-254 | জিকে গাইড 

Bengali GK Guide Part-254 | জিকে গাইড
জিকে গাইড
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Guide Part-254 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Guide

প্রশ্নঃ সিদি বশির মসজিদ স্মৃতিস্তম্ভ কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ আহমেদাবাদ

প্রশ্নঃ “হংস দময়ন্তী” ছবিটি কে এঁকেছিলেন ?
উত্তরঃ রাজা রবি বর্মা

প্রশ্নঃ স্ট্যালিন পুরস্কার  প্রাপক প্রথম ভারতীয় কে ?
উত্তরঃ সাইফুদ্দিন কিচলু

প্রশ্নঃ কোন মালভূমিটি এশিয়া মাইনর (Asia Minor) নামে পরিচিত ?
উত্তরঃ আনাতোলিয়া মালভূমি

প্রশ্নঃ ইব্রাহিম লোদির সমাধি কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ পানিপথ

প্রশ্নঃ “রেডিওমিটার” কি পরিমাপ করতে ব্যবহৃত হয় ?
উত্তরঃ তড়িৎ চুম্বকীয়  বিকিরণ

প্রশ্নঃ কোন মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ ?
উত্তরঃ কুরু

প্রশ্নঃ ভারতের National Institute of Ocean Technology এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাই

প্রশ্নঃ “হিট অ্যান্ড রান” শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তরঃ বেসবল

প্রশ্নঃ Solanum lycopersicum কার বিজ্ঞানসম্মত নাম ?
উত্তরঃ টমেটো

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box