Breaking





Wednesday, January 05, 2022

Bengali GK Express Part-253 | বাংলা জিকে এক্সপ্রেস

Bengali GK Express Part-253 | বাংলা জিকে এক্সপ্রেস 

Bengali GK Express Part-253 | বাংলা জিকে এক্সপ্রেস
বাংলা জিকে এক্সপ্রেস
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Express Part-253 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Express

প্রশ্নঃ কে ভারতের ওয়াটার ম্যান নামে পরিচিত ?
উত্তরঃ রাজেন্দ্র সিং

প্রশ্নঃ বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য কোন পুরস্কারটি দেওয়া হয় ?
উত্তরঃ কলিঙ্গ পুরষ্কার

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বিমানবন্দর রয়েছে ?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে ?
উত্তরঃ ১৯৬০ সালে

প্রশ্নঃ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ মহম্মদ আলি জিন্নাহ

প্রশ্নঃ টানা চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করা প্রথম এবং বর্তমানে একমাত্র ব্যাটসম্যান কে ?
উত্তরঃ বিরাট কোহলি

প্রশ্নঃ গিবসন মরুভূমি কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ অস্ট্রেলিয়া

প্রশ্নঃ “মিশন মঙ্গল” চলচ্চিত্রের শীর্ষস্থানীয় মহিলার চরিত্রে অভিনয় করেছেন কে ?
উত্তরঃ বিদ্যা বালান

প্রশ্নঃ পরিকুদ দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ এডিস ইজিপ্টি মশার কামড়ে কোন রোগটি হতে পারে ?
উত্তরঃ ডেঙ্গু

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box