Bengali GK Album Part-252 | জিকে প্রশ্নোত্তর
![]() |
জিকে প্রশ্নোত্তর |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Album Part-252 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Album
প্রশ্নঃ স্কেলিটন হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড
প্রশ্নঃ ভারতে বায়ু সেনা দিবস (Indian Air Force Day) কবে পালন করা হয় ?
উত্তরঃ ৮ই অক্টোবর
প্রশ্নঃ ভেষজ গুনের জন্য “ডাব” কে শ্রীলঙ্কায় কি বলে ?
উত্তরঃ লিভিং ফার্মেসি
প্রশ্নঃ আসাম পর্যটনের ট্যাগ-লাইন কোনটি ?
উত্তরঃ Awasome Assam
প্রশ্নঃ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সমাধি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ গোয়ালিয়র
প্রশ্নঃ গুজরাটের রাজধানীর নাম কী ?
উত্তরঃ গান্ধীনগর
প্রশ্নঃ কোন রাজ্য জৈন ধর্মের জন্মস্থান (Birthplace of Jainism) হিসাবে পরিচিত ?
উত্তরঃ বিহার
প্রশ্নঃ কোন রোগটি দমদম জ্বর (Dumdum fever) নামে পরিচিত ?
উত্তরঃ কালাজ্বর
প্রশ্নঃ প্রশাসনিক ক্ষেত্রে ব্যাবহৃত FIR কথার পুরো অর্থ কী ?
উত্তরঃ First Information Report
প্রশ্নঃ কে মৃত্যুর দূত (Angel of Death) হিসাবে পরিচিত ?
উত্তরঃ জোসেফ মেঙ্গেল
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box