Bangla GK Series Part-251 || বাংলা জিকে সিরিজ
![]() |
বাংলা জিকে সিরিজ |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Series Part-251 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Series
প্রশ্নঃ গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তেলেঙ্গানা
প্রশ্নঃ “Wise and Otherwise: A Salute to Life” বইটির রচয়িতা কে ?
উত্তরঃ সুধা মুর্তি
প্রশ্নঃ প্রথম কোন সঙ্গীতশিল্পী “ভারতরত্ন” সম্মান পান ?
উত্তরঃ এম এস শুভলক্ষ্মী
প্রশ্নঃ ATM এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Automated Teller Machine
প্রশ্নঃ ভারতের কত টাকার নোটে লাল কেল্লার ছবি রয়েছে ?
উত্তরঃ ৫০০ টাকার নোটে
প্রশ্নঃ রুমটেক মঠটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিকিম
প্রশ্নঃ SI পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে ?
উত্তরঃ ৭ টি
প্রশ্নঃ লোহিত রক্ত কণিকার অপর নাম কী ?
উত্তরঃ এরিথ্রোসাইট (Erythrocytes)
প্রশ্নঃ প্রতি বছর কোন মাসে এক সপ্তাহ ধরে ভারতে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় ?
উত্তরঃ জানুয়ারি
প্রশ্নঃ গুগলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক্যালিফোর্নিয়া
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box