Breaking





Sunday, January 02, 2022

বাংলা জিকে ক্লাস পর্ব-২৫০ | Bangla GK Class

বাংলা জিকে ক্লাস পর্ব-২৫০ | Bangla GK Class 

বাংলা জিকে ক্লাস পর্ব-২৫০ | Bangla GK Class
জিকে ক্লাস
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে ক্লাস পর্ব-২৫০ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bangla GK Class

প্রশ্নঃ পাইথন জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ গোদাবরী

প্রশ্নঃ অশোকের জৌগরা শিলালিপি (Jaugada Rock Edict) কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ কোন নদীটি বৈদিক যুগে পুরুষাণী নামে পরিচিত ছিল ?
উত্তরঃ পুরুষাণী

প্রশ্নঃ ধর্মরাজ রথ স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ মহাবালীপুরম

প্রশ্নঃ “Great Indian Novel” -এর রচয়িতা কে ?
উত্তরঃ শশী থারুর

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম খাদ্য ও কৃষি মন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ ডক্টর রাজেন্দ্র প্রসাদ

প্রশ্নঃ কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয় ?
উত্তরঃ কামাখ্যা মন্দির

প্রশ্নঃ “টর” কিসের একক ?
উত্তরঃ চাপের

প্রশ্নঃ ব্রিটিশদের সাথে আলীনগর চুক্তি স্বাক্ষর করেন কে ?
উত্তরঃ সিরাজ-উদ-দৌলা

প্রশ্নঃ GNP কথাটির পুরো অর্থ কি ?
উত্তরঃ Gross National Product

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box