বেঙ্গলী জিকে ডোজ | Bengali GK Dose Part-249
![]() |
জিকে ডোজ |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Dose Part-249 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Dose
প্রশ্নঃ ন্যাটো (NATO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ব্রাসেলস
প্রশ্নঃ প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন ?
উত্তরঃ আরতি সাহা
প্রশ্নঃ “Young Girls” কোন চিত্রশিল্পীর বিখ্যাত কাজ ?
উত্তরঃ অমৃতা শেরগিল
প্রশ্নঃ আলেকজান্ডার ভারতে প্রায় কত মাস ছিলেন ?
উত্তরঃ প্রায় ১৯ মাস
প্রশ্নঃ কোন শহরটি “ভারতের মিলেনিয়াম সিটি (Millennium City of India)” নামে পরিচিত ?
উত্তরঃ গুরগাও
প্রশ্নঃ শ্রীকান্ত কিদাম্বি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন
প্রশ্নঃ “UFO” কথাটির পুরো অর্থ কি ?
উত্তরঃ Unidentified Flying Object
প্রশ্নঃ মীর হাসান কার রাজসভায় ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খিলজি
প্রশ্নঃ আহমেদনগরের কোন রানী সম্রাট আকবরের বিরোধিতা করেছিলেন ?
উত্তরঃ চাঁদ বিবি
প্রশ্নঃ রঞ্জিত সিংহ কে রাজা উপাধি কে দিয়েছিলেন ?
উত্তরঃ জামান শাহ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box