বাংলা জিকে প্রস্তুতি পর্ব-২৪৮ | Bangla GK Prostuti
![]() |
GK Prostuti |
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে প্রস্তুতি পর্ব-২৪৮ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Prostuti
প্রশ্নঃ Nelumbo nucifera কার বিজ্ঞানসম্মত নাম ?
উত্তরঃ পদ্মফুল
প্রশ্নঃ ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মেডেল জেতেন ?
উত্তরঃ দীপা মালিক
প্রশ্নঃ Bandhavgarh Tiger Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ
প্রশ্নঃ পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কতগুলি জেলা রয়েছে ?
উত্তরঃ ২৩টি
প্রশ্নঃ কে “দ্য ব্রাউন বোম্বার (The Brown Bomber)” নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ জো লুইস
প্রশ্নঃ Butterfly শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ সুইমিং
প্রশ্নঃ কোন ভিটামিনকে অ্যান্টি জেরোপথ্যালমিক ভিটামিন বলা হয়ে থাকে ?
উত্তরঃ ভিটামিন A
প্রশ্নঃ মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে ?
উত্তরঃ শ্রীহরিকোটা
প্রশ্নঃ মানবদেহে কোথায় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ অগ্ন্যাশয়
প্রশ্নঃ বায়ু দ্বারা পরাগসংযোগকে কি বলা হয় ?
উত্তরঃ Anemophily
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box