Breaking





Friday, January 21, 2022

Bangla GK Tablet Part-268 | বাংলা জিকে ট্যাবলেট

Bangla GK Tablet Part-268 | বাংলা জিকে ট্যাবলেট 

Bangla GK Tablet Part-268 | বাংলা জিকে ট্যাবলেট
বাংলা জিকে ট্যাবলেট
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Tablet Part-268 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bangla GK Tablet

প্রশ্নঃ বিশ্বের প্রথম উপগ্রহ ক্ষেপণ করে কোন দেশ ?
উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন

প্রশ্নঃ পাখির উড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে ?
উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি

প্রশ্নঃ আলোর প্রতিসরণের সূত্র আবিস্কার করেন কে ?
উত্তরঃ হল্যান্ডের বিজ্ঞানী স্নেল

প্রশ্নঃ পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ?
উত্তরঃ রজার বেকন

প্রশ্নঃ অমর্ত্য সেনের মতে ভারতে জন্মহার কমানোর মূল উপায় হল ?
উত্তরঃ উৎপাদনের হার বাড়ানো

প্রশ্নঃ লিভারের নীতি আবিস্কার করেন কে ?
উত্তরঃ গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস

প্রশ্নঃ কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন ?
উত্তরঃ রোমার

প্রশ্নঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় ?
উত্তরঃ ২৪ জানুয়ারি ১৮৫৭

প্রশ্নঃ কার কাছ থেকে ইস্ট ইণ্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ‌ করেছিল ?
উত্তরঃ দ্বিতীয় শাহ আলম

প্রশ্নঃ পদার্থের স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান করেন কে ?
উত্তরঃ রবার্ট হুক

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box