Breaking





Wednesday, January 26, 2022

জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali GK Book Part-272

জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali GK Book Part-272 

জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Bengali GK Book Part-272
জেনারেল নলেজ প্রশ্নোত্তর
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Book Part-272 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Book

প্রশ্নঃ আন্তর্জাতিক নারী দিবস দিনটি কবে পালিত হয় ?
উত্তরঃ ৮ই মার্চ

প্রশ্নঃ কত সাল থেকে আমাদের দেশে ভারতরত্ন ও পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯৫৪ সাল থেকে

প্রশ্নঃ সংবিধানের ৩৭০ ধারায় কোন রাজ্য সম্পর্কে বলা হয়েছে ?
উত্তরঃ জম্মু-কাশ্মীর

প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের অফিসিয়াল রাজধানী নেই ?
উত্তরঃ নাউরু

প্রশ্নঃ বুকার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
উত্তরঃ সাহিত্য

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম প্রতিরিক্ষা মন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ সর্দার বলদেব সিং

প্রশ্নঃ ঝরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ধানবাদ

প্রশ্নঃ ব্যাঘ্র প্রকল্প ভারতে কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৭৩ সালে

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিংহ দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ “সতীশ গুজরাল” কিসের সাথে যুক্ত ?
উত্তরঃ ছবি আঁকা

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box