Breaking





Tuesday, January 25, 2022

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-271

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-271 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-271
GK Notes
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-271 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ লন টেনিস

প্রশ্নঃ কোন মুঘল সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানে লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে ?
উত্তরঃ নুরজাহান

প্রশ্নঃ কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন ?
উত্তরঃ সি কে নাইডু

প্রশ্নঃ আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত ?
উত্তরঃ ১৮০ ডিগ্রি

প্রশ্নঃ সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি ?
উত্তরঃ করোনা

প্রশ্নঃ “ব্রেস্টস্টোক” শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত ?
উত্তরঃ সাঁতার

প্রশ্নঃ ফ্যারাড (F) কোন রাশির একক ?
উত্তরঃ ধারকত্ব

প্রশ্নঃ বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ রাঁচি

প্রশ্নঃ মেডুলা অবলংগাটা মানবদেহের কোন অঙ্গের অংশ ?
উত্তরঃ মস্তিষ্ক

প্রশ্নঃ কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয় ?
উত্তরঃ অশোক

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box