Breaking





Sunday, January 23, 2022

Bengali GK Prostuti Part-270

Bengali GK Prostuti Part-270 for Competitive Exams 

Bengali GK Prostuti Part-270
GK Prostuti
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Prostuti Part-270 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Prostuti

প্রশ্নঃ মস্কো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মস্কভা নদী

প্রশ্নঃ অজন্তা গুহা কত সালে UNESCO WORLD HERITAGE SITE অন্তর্ভুক্ত হয় ?
উত্তরঃ ১৯৮৩ সালে

প্রশ্নঃ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন কে ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

প্রশ্নঃ সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন ?
উত্তরঃ পাল বংশ

প্রশ্নঃ কত সালে ডঃ এ. পি. জে. আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান ?
উত্তরঃ ১৯৯৭ সালে

প্রশ্নঃ চাণক্যের অপর নাম কি ?
উত্তরঃ বিষ্ণুগুপ্ত

প্রশ্নঃ “Quick Lime” কাকে বলা হয় ?
উত্তরঃ ক্যালসিয়াম অক্সাইড

প্রশ্নঃ ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ব্রহ্মপুত্র

প্রশ্নঃ চার্লস উডের ডেচপ্যাচ কার আমলে প্রকাশিত হয় ?
উত্তরঃ লর্ড ডালহৌসির আমলে

প্রশ্নঃ মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?
উত্তরঃ লিভারে

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box