Breaking





Saturday, January 22, 2022

Bengali GK Notes Part-269 | জিকে প্রশ্ন ও উত্তর

Bengali GK Notes Part-269 | জিকে প্রশ্ন ও উত্তর 

Bengali GK Notes Part-269 | জিকে প্রশ্ন ও উত্তর
জিকে প্রশ্ন ও উত্তর
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Notes Part-269 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Notes

প্রশ্নঃ ভারতে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তরঃ সাঁওতাল

প্রশ্নঃ কোন ভারতীয় ঐতিহাসিক ২০১৯ সালের ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন ?
উত্তরঃ সঞ্জয় সুব্রহ্মানিয়াম

প্রশ্নঃ সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ?
উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেলকে

প্রশ্নঃ “ম্যাকবেথ” গ্রন্থটির স্রষ্টা কে ?
উত্তরঃ উইলিয়াম শেক্সপীয়ার

প্রশ্নঃ ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভলপমেন্টের সদর দপ্তর এখন কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউ দিল্লি

প্রশ্নঃ নীললোহিত কার ছদ্মনাম ?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

প্রশ্নঃ সংবিধানের কত নম্বর আর্টিকেলে ইকনমিক এমারজেন্সীর উল্লেখ আছে ?
উত্তরঃ ৩৬০ নম্বর

প্রশ্নঃ কোন প্রাণী কোনো শব্দ করতে পারে না ?
উত্তরঃ জিরাফ

প্রশ্নঃ “আমি আসিলাম, দেখিলাম ও জয় করিলাম” উক্তিটি কার ?
উত্তরঃ জুলিয়াস সীজার

প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ নেপাল

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box