গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও সভাপতি তালিকা PDF | Committees of Constituent Assembly of India
![]() |
গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি |
আজ গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও সভাপতি তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে গণপরিষদের উল্লেখযোগ্য কয়েকটি কমিটি ও সভাপতিদের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা হলো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতীয় সংবিধানের অন্যতম অংশ হিসাবে এই টপিকটি থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। যেমন:- গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?, ক্রেডেনসিয়াল কমিটির চেয়ারম্যান কে ছিলেন?, স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? ইত্যাদি।
তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি
কমিটি | চেয়ারম্যান |
---|---|
স্টিয়ারিং কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
স্টেটস কমিটি | জওহরলাল নেহেরু |
হাউস কমিটি | বি পট্টভি সীতারামাইয়া |
ফাইন্যান্স এন্ড স্টাফ কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি | জওহরলাল নেহেরু |
খসড়া কমিটি | ড. বি.আর. আম্বেদকর |
অর্ডার অফ বিজনেস কমিটি | কে. এম. মুন্সী |
কার্যবিবরণী সংক্রান্ত কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
অ্যাডভাইসরী কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস | বল্লভভাই প্যাটেল |
ইউনিয়ন পাওয়ার কমিটি | জওহরলাল নেহেরু |
সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি | এইচ.সি. মুখার্জি |
ক্রেডেনসিয়াল কমিটি | আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার |
জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
ফান্ডামেন্টাল রাইটস কমিটি | জে.বি. কৃপালনি |
সুপ্রিম কোর্টের অ্যাডহক কমিটি | এস বরদাচারী |
গণপরিষদের কার্য সংক্রান্ত কমিটি | জি.ভি. মাভলঙ্কার |
গণপরিষদের কমিটি ও সভাপতিদের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও চেয়ারম্যান
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 01
File size: 0.59 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box