Bengali GK Booster Part-273 | জিকে বুস্টার
![]() |
জিকে বুস্টার |
আজকে আপনাদের সঙ্গে GK Booster Part-273 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Booster
প্রশ্নঃ কোন ছবি প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার পায় ?
উত্তরঃ দো বিঘা জমিন
প্রশ্নঃ কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত ?
উত্তরঃ যদুনাথ সরকার
প্রশ্নঃ জীবে দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয় ?
উত্তরঃ ল্যাটিন ভাষায়
প্রশ্নঃ ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক কোনটি ?
উত্তরঃ HDFC Bank
প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করা হয়েছিল কি দ্বারা ?
উত্তরঃ রেডক্লিফ লাইন
প্রশ্নঃ সুলতান মামুদের পিতার নাম কী ?
উত্তরঃ সবুক্তগীন
প্রশ্নঃ “Indira Gandhi: A Life in Nature” বইটি কে লিখেছেন ?
উত্তরঃ জয়রাম রমেশ
প্রশ্নঃ হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় ?
উত্তরঃ পেরিকার্ডিয়াম
প্রশ্নঃ যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ হেলমিনথোলজি
প্রশ্নঃ মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ?
উত্তরঃ জুনা খান
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box