Breaking





Monday, January 10, 2022

Bengali GK Tornado Part-258

Bengali GK Tornado Part-258 for Competitive Exam 

Bengali GK Tornado Part-258
GK Tornado
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Tornado Part-258 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Tornado

প্রশ্নঃ মিউকর কোন উৎসেচক তৈরি করে ?
উত্তরঃ ডায়াস্টেজ উৎসেচক

প্রশ্নঃ বেথুয়াডহরী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ নদিয়া জেলায়

প্রশ্নঃ আমাদের মাথার ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ ?
উত্তরঃ কর্ণ বা কান

প্রশ্নঃ “To be or not to be that is the question” - এই বিখ্যাত উক্তিটি শেক্সপীয়ারের কোন নাটকে পাওয়া যায় ?
উত্তরঃ হ্যামলেট

প্রশ্নঃ পাতার তলায় তৈরি রেণুস্থলীগুচ্ছকে কী বলে ?
উত্তরঃ সোরাস

প্রশ্নঃ শিবাজি উৎসবের সূচনা কে করেন ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক

প্রশ্নঃ সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম “স্বাধীনতা যুদ্ধ” বলে কে বর্ণনা করেছেন ?
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর

প্রশ্নঃ তাশখন্দ কোন দেশের রাজধানী ?
উত্তরঃ উজবেকিস্তান

প্রশ্নঃ দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে ?
উত্তরঃ লুই ব্রেইল

প্রশ্নঃ কথা শিল্পী নামে কে পরিচিত ?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box