সেরা সাধারণ জ্ঞান পর্ব-২৫৭ | Top Bengali GK
![]() |
Top Bengali GK |
আজকে আপনাদের সঙ্গে সেরা সাধারণ জ্ঞান পর্ব-২৫৭ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Top Bengali GK
প্রশ্নঃ কোন দেশটিতে সর্বপ্রথম দাবা খেলার সূচনা হয়েছিল ?
উত্তরঃ ভারত
প্রশ্নঃ কোন রোগটি “ঘুম রোগ” বা “স্লিপিং সিকনেস” নামে পরিচিত ?
উত্তরঃ আফ্রিকান ট্রাইপানোসোমিয়াসিস
প্রশ্নঃ শান্তিতে নোবেল পুরষ্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯০১
প্রশ্নঃ কোন দেশকে সানডে আইল্যান্ড বলা হয় ?
উত্তরঃ ডোমিনিকা
প্রশ্নঃ সমন্বিত বর্তনী প্রযুক্তি বিকাশে অবদানের জন্য কে নোবেল পুরষ্কার পেয়েছিলেন ?
উত্তরঃ জ্যাক কিলবি
প্রশ্নঃ গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন কে ?
উত্তরঃ বিশ্বামিত্র
প্রশ্নঃ পৃথিবীর কোন দেশকে কবিদের দেশ (Land of Poets) বলা হয় ?
উত্তরঃ চিলি
প্রশ্নঃ “রানি কি ভাও” নির্মাণ করেন কে ?
উত্তরঃ রানি উদয়মতী
প্রশ্নঃ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ২৪ অক্টোবর ১৯৪৫
প্রশ্নঃ প্রথম রমন ম্যাগসেসে পুরষ্কার কে পেয়েছিলেন ?
উত্তরঃ আচার্য বিনোবা ভাবে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box