Bengali GK Tornado Part-261 | জিকে টর্নেডো
![]() |
জিকে টর্নেডো |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Tornado Part-261 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Tornado
প্রশ্নঃ কোন শহরটি “রাজস্থানের কাশ্মীর” নামে পরিচিত ?
উত্তরঃ উদয়পুর
প্রশ্নঃ কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের আওতাধীন ?
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
প্রশ্নঃ স্নায়ুসন্ধি অঞ্চল থেকে উৎপন্ন হরমোনকে কি বলে ?
উত্তরঃ নিউরোহরমোন
প্রশ্নঃ পাকা কলায় কোন জৈব অ্যাসিডটি থাকে ?
উত্তরঃ ম্যালিক অ্যাসিড
প্রশ্নঃ ভারতের সবুজ মানুষ বা “গ্রীন ম্যান অফ ইন্ডিয়া” নামে কে পরিচিত ?
উত্তরঃ কে আব্দুল ঘানি
প্রশ্নঃ মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হল ?
উত্তরঃ কোণ
প্রশ্নঃ জাতিসংঘের অস্থায়ী সদস্যপদের মেয়াদ কত বছর ?
উত্তরঃ ২ বছর
প্রশ্নঃ স্নায়ুসন্নিধিতে নিঃসৃত রাসায়নিক পদার্থকে কি বলে ?
উত্তরঃ নিউরোট্রান্সমিটার
প্রশ্নঃ “Terror of Bengal” কাকে বলা হয় ?
উত্তরঃ কচুরিপানা উদ্ভিদকে
প্রশ্নঃ পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে ?
উত্তরঃ সমতল দর্পণ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box