Breaking





Sunday, January 16, 2022

Daily GK Campus Part-263 | জিকে ক্যাম্পাস

Daily GK Campus Part-263 | Competitive Examinations 

Daily GK Campus Part-263 | জিকে ক্যাম্পাস
GK Campus
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Campus Part-263 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Campus

প্রশ্নঃ প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?
উত্তরঃ দেবিকা রাণী

প্রশ্নঃ ভারতে জাতীয় কৃষক দিবস (Farmer’s Day) কবে পালন করা হয় ?
উত্তরঃ ২৩শে ডিসেম্বর

প্রশ্নঃ “হাইড্রোজেন বোমার জনক” কাকে বলা হয় ?
উত্তরঃ এডওয়ার্ড টেলার

প্রশ্নঃ “Two leaves and a Bud” -কে রচনা করেছেন ?
উত্তরঃ মুলক রাজ আনন্দ

প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মোট কতগুলি স্বরবর্ণ আছে ?
উত্তরঃ ১১টি

প্রশ্নঃ দিল্লির একমাত্র মহিলা সুলতান রাজিয়া কোন রাজবংশের ছিলেন ?
উত্তরঃ মামলুক রাজবংশ

প্রশ্নঃ বিদেশী পর্যটক দেইমাকস কোন দেশ থেকে ভারতে আসেন ?
উত্তরঃ গ্রীস

প্রশ্নঃ ইউরোপের শাশুড়ি কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ ডেনমার্ক

প্রশ্নঃ কারতারপুর করিডোরটি কোন শিখ গুরুর সাথে সম্পর্কিত ?
উত্তরঃ গুরু নানক

প্রশ্নঃ “India Wins Freedom” বইটির লেখক কে ?
উত্তরঃ আবুল কালাম আজাদ

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box