Breaking





Saturday, January 15, 2022

GK Notes in Bengali Part-262 | পরীক্ষার প্রস্তুতি বাংলা জিকে নোটস

GK Notes in Bengali Part-262 | পরীক্ষার প্রস্তুতি বাংলা জিকে নোটস 

GK Notes in Bengali Part-262 | পরীক্ষার প্রস্তুতি বাংলা জিকে নোটস
জিকে নোটস
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes in Bengali Part-262 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

পরীক্ষার প্রস্তুতি জিকে নোটস

প্রশ্নঃ গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ লক্ষণ সেন

প্রশ্নঃ ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে “আধুনিক ভারতের চাণক্য” বলা হয়ে থাকে ?
উত্তরঃ পি ভি নরসিমহা রাও

প্রশ্নঃ NIA-এর পুরো কথাটি কী ?
উত্তরঃ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি

প্রশ্নঃ কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল কবে ?
উত্তরঃ ১৯৩০ সালে

প্রশ্নঃ ভারতে রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারী

প্রশ্নঃ ক্যালামাইন কোন মৌলের আকরিক ?
উত্তরঃ জিঙ্ক

প্রশ্নঃ নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ সিকিম

প্রশ্নঃ “Back to Vedas” এই স্লোগান কে প্রবর্তন করেন ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী

প্রশ্নঃ মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে ?
উত্তরঃ ৭ টি

প্রশ্নঃ Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় ?
উত্তরঃ বাগস

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box