GK Capsule Part-274 | জিকে ক্যাপসুল
জিকে ক্যাপসুল |
আজকে আপনাদের সঙ্গে GK Capsule Part-274 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Capsule
প্রশ্নঃ কোন ভাইসরয় কে “উজ্জ্বল বিফলতা” বলা হয় ?
উত্তরঃ লর্ড লিটন
প্রশ্নঃ কোন গভর্ণর জেনারেলের আমলে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয় ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ
প্রশ্নঃ লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারেল ?
উত্তরঃ লর্ড রিপন
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সুন্দরবনকে “ওয়াল্ড হেরিটেজ সাইট” হিসেবে নথিভুক্ত করা হয় কবে ?
উত্তরঃ ১৯৮৭ সালে
প্রশ্নঃ ভারতের গ্লাসগো নামে পরিচিত কোন শহর ?
উত্তরঃ হাওড়া
প্রশ্নঃ রক্তে শর্করার পরিমান বেড়ে যায় কোন খনিজ মৌলের প্রভাবে ?
উত্তরঃ জিংক
প্রশ্নঃ WWW এর Full From কি ?
উত্তরঃ World Wide Web
প্রশ্নঃ ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিংক
প্রশ্নঃ বঙ্গভঙ্গের পর নবগঠিত বাংলার প্রথম গভর্নর কে ছিলেন ?
উত্তরঃ ব্যামফিল্ড ফুলার
প্রশ্নঃ আসান ব্যারেজ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখন্ড
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box