জিকে টর্নেডো পর্ব-২৭৬ | GK Tornado Part-276
জিকে টর্নেডো |
আজকে আপনাদের সঙ্গে জিকে টর্নেডো পর্ব-২৭৬ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Tornado
প্রশ্নঃ ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ অ্যাসকরবিক অ্যাসিড
প্রশ্নঃ টুইটার (Twitter) এর লোগোতে যেই পাখিটি আছে, তার নাম কি ?
উত্তরঃ Larry
প্রশ্নঃ সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড আরউইন
প্রশ্নঃ 1858 খ্রিস্টাব্দে রানী ভিক্টরিয়ার ঘোষণার মাধ্যমে কে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর তথা ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং
প্রশ্নঃ লেক্সিকগ্ৰাফী (Lexicography) কথাটি কিসের সাথে যুক্ত ?
উত্তরঃ অভিধান সংকলন
প্রশ্নঃ ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে ?
উত্তরঃ পোমোলজি (Pomology)
প্রশ্নঃ পাকস্থলীতে খাদ্য পরিপাকে সাহায্য করে কোন অ্যাসিড ?
উত্তরঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড
প্রশ্নঃ কলা সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উত্তরঃ হিস্টলজি (Histology)
প্রশ্নঃ জেমস অ্যান্ড্রু ব্রাউন রামসে ভারতের কোন গভর্নর জেনারেলের নাম ?
উত্তরঃ লর্ড ডালহৌসি
প্রশ্নঃ “হুল” কথাটি কোন বিদ্রোহের সাথে যুক্ত ?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box