Breaking





Saturday, January 29, 2022

Sadharan Gyan Capsule Part-275 | সাধারণ জ্ঞান ক্যাপসুল

Sadharan Gyan Capsule Part-275 | সাধারণ জ্ঞান ক্যাপসুল 

Sadharan Gyan Capsule Part-275 | সাধারণ জ্ঞান ক্যাপসুল
সাধারণ জ্ঞান ক্যাপসুল
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Sadharan Gyan Capsule Part-275 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Sadharan Gyan Capsule

প্রশ্নঃ ভারতের বিসমার্ক নামে কে পরিচিত ?
উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেল

প্রশ্নঃ কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ?
উত্তরঃ ভিটামিন K

প্রশ্নঃ আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১৬ সেপ্টেম্বর

প্রশ্নঃ ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ইত্যাদি সংক্রান্ত বিদ্যা কে কি বলে ?
উত্তরঃ মাইক্রোবায়োলজি

প্রশ্নঃ পাবলিক সেফটি বিলের প্রবর্তক কে ?
উত্তরঃ লর্ড আরউইন

প্রশ্নঃ কোন মোঘল সম্রাটের আসল নাম ছিল “মুহি উদ-দিন মুহাম্মদ” ?
উত্তরঃ ঔরঙ্গজেব

প্রশ্নঃ মৃচ্ছকটিকের রচয়িতা কে ?
উত্তরঃ শুদ্রক

প্রশ্নঃ উচ্চ রক্তচাপ হয় কোন খনিজ মৌলের প্রভাবে ?
উত্তরঃ সোডিয়াম

প্রশ্নঃ একমাত্র বড়লাট যিনি ভারতের মাটিতে দেহ ত্যাগ করেন ?
উত্তরঃ লর্ড মেয়ো

প্রশ্নঃ রায়তওয়ারী ব্যবস্থা কে প্রচলন করেন ?
উত্তরঃ স্যার টমাস মুনরো

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box