বাংলা জিকে এক্সপ্রেস পর্ব-২৮৮ | Bangla GK Express
GK Express |
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে এক্সপ্রেস পর্ব-২৮৮ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Express
প্রশ্নঃ তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি ?
উত্তরঃ পৃষ্ঠটান
প্রশ্নঃ কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয় ?
উত্তরঃ সাহিত্য
প্রশ্নঃ GDP এর Full Form কি ?
উত্তরঃ Gross Domestic Product
প্রশ্নঃ বামন গ্রহ সেরেস কোন কোন গ্রহের মাঝখানে অবস্থিত ?
উত্তরঃ মঙ্গল ও বৃহস্পতি
প্রশ্নঃ The Comet Disturber কোন গ্রহের অপর নাম ?
উত্তরঃ বৃহস্পতি
প্রশ্নঃ রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে
প্রশ্নঃ মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে ?
উত্তরঃ সুভদ্রা
প্রশ্নঃ গরমপানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?
উত্তরঃ অসম
প্রশ্নঃ লাইট ইয়ার হল কিসের ইউনিট ?
উত্তরঃ দূরত্ব
প্রশ্নঃ ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ?
উত্তরঃ ড. বি.আর. আম্বেদকর
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box