বাংলা জিকে সিরিজ পর্ব-২৮৫ | Bangla GK Series
জিকে সিরিজ |
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে সিরিজ পর্ব-২৮৫ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Series
প্রশ্নঃ অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ মহাত্মা গান্ধী
প্রশ্নঃ “Nehru is patriot while Jinnah is politician” -এ কথা কে বলেছিলেন ?
উত্তরঃ স্যার মহম্মদ ইকবাল
প্রশ্নঃ কত সালে পোস্ট আন্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৫৩
প্রশ্নঃ ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল ?
উত্তরঃ পাঞ্জাবে
প্রশ্নঃ হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
উত্তরঃ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
প্রশ্নঃ ১৯০৮ সালে কে মুসলীম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন ?
উত্তরঃ আগা খান
প্রশ্নঃ অ্যাকাডেমিক এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ ডিরোজিও
প্রশ্নঃ কোন ভারতীয় প্রথম আই সি এস হয়েছিলেন ?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ “গণবিদ্রোহের যুগ” বলতে কোন সময়কে বোঝানো হয় ?
উত্তরঃ ১৯২০-১৯৪৭
প্রশ্নঃ ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয়ের আমলে চালু হয় ?
উত্তরঃ লর্ড কার্জন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box