ভারতবর্ষের প্রথম নিযুক্তি তালিকা PDF | First Appointments in India
ভারতবর্ষের প্রথম নিযুক্তি |
আজ ভারতবর্ষের প্রথম নিযুক্তি তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন পদে নিযুক্ত প্রথম ব্যক্তিদের নামের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে।
তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
ভারতবর্ষের প্রথম নিযুক্তি
পদ | নিযুক্ত ব্যক্তি |
---|---|
প্রথম রাষ্ট্রপতি | ড. রাজেন্দ্র প্রসাদ |
প্রথম উপ রাষ্ট্রপতি | ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ |
প্রথম প্রধানমন্ত্রী | পণ্ডিত জওহরলাল নেহে |
প্রথম প্রতিরক্ষামন্ত্রী | সর্দার বলদেব সিং |
প্রথম বিদেশমন্ত্রী | জওহরলাল নেহেরু |
প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী | সর্দার বল্লভভাই প্যাটেল |
প্রথম রেলমন্ত্রী | জন মাথাই |
প্রথম অর্থমন্ত্রী | আর. কে. সানমুগাম চেট্টি |
প্রথম আইনমন্ত্রী | বি. আর. আম্বেদকর |
প্রথম ভারতীয় গভর্নর জেনারেল | চক্রবর্তী রাজাগোপালাচা |
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল | লর্ড মাউন্টব্যাটেন |
প্রথম প্রধান নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
লোকসভার প্রথম স্পিকার | জি. ভি. মাভালঙ্কার |
ভারতের প্রথম বিচারপতি | হরিলাল জে. কানিয়া |
প্রথম শিক্ষামন্ত্রী | মৌলানা আবুল কালাম আজাদ |
প্রথম অ্যাটর্নি জেনারেল | এম. সি. সেটালভাদ |
প্রথম নৌবাহিনী প্রধান | ভাইস অ্যাডমিরাল আর. ডি. কাটারি |
প্রথম লোকপাল | পিনাকী চন্দ্র ঘোষ |
প্রথম ক্যাবিনেট সেক্রেটারি | এন. আর. পিল্লাই |
প্রথম চিফ ইনফরমেশন কমিশনার | ওয়াজাহাত হাবিবুল্লাহ |
প্রথম প্রধান সেনা স্টাফ | জেনারেল রাজেন্দ্রসিংজি |
প্রথম বায়ুপ্রধান | এয়ার মার্শাল থমাস এলমহার্স্ট |
প্রথম কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার | এন. শ্রীনিবাস রাও |
প্রথম নিযুক্তির সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: First Appointments in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 02
File size: 0.61 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box