Breaking





Monday, February 28, 2022

বাংলা জিকে সেট পর্ব-২৮৯ | Bengali GK Set

বাংলা জিকে সেট পর্ব-২৮৯ | Bengali GK Set 

বাংলা জিকে সেট পর্ব-২৮৯ | Bengali GK Set
জিকে সেট
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে সেট পর্ব-২৮৯ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Set

প্রশ্নঃ বিখ্যাত ফুটবল প্লেয়ার ডিয়েগো মারাদোনা কোন দেশের খেলোয়াড় ছিলেন ?
উত্তরঃ আর্জেন্টিনা

প্রশ্নঃ স্বপন বুড়ো কোন লেখকের ছদ্মনাম ?
উত্তরঃ অখিল নিয়োগী

প্রশ্নঃ অফিওলাইট সুট কী ?
উত্তরঃ মহাদেশের উপর প্রতিস্থাপিত মহাদেশীয় ভূত্বকের অংশ

প্রশ্নঃ একটি Water Polo দলে কতজন খেলোয়াড় থাকে ?
উত্তরঃ 7 জন

প্রশ্নঃ প্রভু গ্রন্থির প্রভু কাকে  বলা হয় ?
উত্তরঃ হাইপোথ্যালামাস

প্রশ্নঃ বর্তমানে মানব জীবনে বহুল ব্যাবহৃত জিনিস হল Internet. এই Internet কথার পুরো অর্থ কী ?
উত্তরঃ Interconnected Network

প্রশ্নঃ মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমারেখা হল ?
উত্তরঃ সনোরা লাইন

প্রশ্নঃ লোন ওয়েভার শব্দটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
উত্তরঃ কৃষি

প্রশ্নঃ ওয়াংগালা উৎসব (The Hundred Drums Festival) কোন রাজ্যে পালন করা হয় ?
উত্তরঃ মেঘালয়

প্রশ্নঃ বোকারো কারখানাতে কোন নদীর জল ব্যবহত হয় ?
উত্তরঃ দামোদর

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box