বাংলা জিকে ক্যাম্পাস পর্ব-২৯০ | Bengali GK Campus
GK Campus |
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে ক্যাম্পাস পর্ব-২৯০ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Campus
প্রশ্নঃ “The Audacity of Hope” বইটি কার লেখা ?
উত্তরঃ বারাক ওবামা
প্রশ্নঃ ভারতীয় পক্ষিবিজ্ঞানের পোপ কাকে বলা হয় যিনি ভারতের এক অন্যতম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ?
উত্তরঃ অ্যালান অক্টাভিয়াম হিউম
প্রশ্নঃ আইফেল টাওয়ার গড়ে তোলার উপলক্ষ্য কি ছিল ?
উত্তরঃ ফরাসি বিপ্লবের শতবর্ষ
প্রশ্নঃ “মাদার ইন্ডিয়া” বইটি কে লিখেছেন ?
উত্তরঃ ক্যাথরিণ মেয়ো
প্রশ্নঃ শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?
উত্তরঃ স্যার ডেভিড অক্টারলোনি
প্রশ্নঃ মহম্মদ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠিত ভাগ্যনগরের বর্তমান নাম কি ?
উত্তরঃ হায়দ্রাবাদ
প্রশ্নঃ কাকে “লাখবক্স” বলা হত ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক
প্রশ্নঃ ভারতের সর্বচ্চ সাহসী সন্মান কি ?
উত্তরঃ পরমবীর চক্র
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের আদি নাম কি ?
উত্তরঃ রুশভোল্ট নগর
প্রশ্নঃ ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক কোনটি ?
উত্তরঃ চাটার্ড ব্যাঙ্ক
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box