Breaking





Saturday, March 19, 2022

Daily GK Booster Part-303 | জিকে বুস্টার

Daily GK Booster Part-303 | জিকে বুস্টার 

Daily GK Booster Part-303 | জিকে বুস্টার
জিকে বুস্টার
প্রিয় পাঠকেরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Booster Part-303 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Daily GK Booster

প্রশ্নঃ কলকাতা মেডিক্যাল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৩৫ সালে

প্রশ্নঃ ভারতে জন্মগ্রহণকারী কোন জ্যোতি পদার্থবিজ্ঞানী, ১৯৮৩ সালে তাঁর জন্মদিনে নোবেল প্রাইজ পেয়েছিলেন ?
উত্তরঃ এস চন্দ্রশেখর

প্রশ্নঃ তুলোতন্তু ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় সেটি হলো ?
উত্তরঃ বিসিনোসিস

প্রশ্নঃ বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রশ্নঃ কে আবিষ্কার করেন যে আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে সাতটি রঙে বিভক্ত হয় ?
উত্তরঃ আইজাক নিউটন

প্রশ্নঃ The Origin of Species by Means of Natural Selection গ্রন্থটির রচয়িতা হলেন ?
উত্তরঃ ডারউইন

প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসক স্থাপন করেন ?
উত্তরঃ প্রথম কুমারগুপ্ত

প্রশ্নঃ যার সম্মতি ছাড়া সংসদ এলাকায় কোনো সাংসদকে গ্রেফতার করা যাই না তিনি হলেন ?
উত্তরঃ স্পিকার

প্রশ্নঃ কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দীগম্বর সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে

প্রশ্নঃ ভারতে আদমশুমারি কত বছর অন্তর করা হয় ?
উত্তরঃ ১০ বছর

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box