Breaking





Friday, March 18, 2022

GK Power Capsule Part-302 | জিকে পাওয়ার ক্যাপসুল

GK Power Capsule Part-302 | জিকে পাওয়ার ক্যাপসুল 

GK Power Capsule Part-302 | জিকে পাওয়ার ক্যাপসুল
জিকে পাওয়ার ক্যাপসুল
প্রিয় পাঠকেরা,
আজকে আপনাদের সঙ্গে GK Power Capsule Part-302 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Power Capsule

প্রশ্নঃ কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কার রচনা ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্নঃ কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে ?
উত্তরঃ অ্যাবডাকটোর

প্রশ্নঃ “ভারতীয় জাতীয় কংগ্রেস” নামটি কে দিয়েছিলেন ?
উত্তরঃ দাদাভাই নওরোজি

প্রশ্নঃ ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিলেন ?
উত্তরঃ রাষ্ট্রকূট

প্রশ্নঃ যে পেশী দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে তা হল ?
উত্তরঃ ফ্লেক্সোর পেশী

প্রশ্নঃ পাইক বিদ্রোহ কবে শুরু হয়ছিল ?
উত্তরঃ ১৮১৭ সালে

প্রশ্নঃ কার্বন ডাই অক্সাইড এর স্বাদ কি রকম হয় ?
উত্তরঃ আম্লীক

প্রশ্নঃ পায়রার লেজের পালককে কি বলে ?
উত্তরঃ রেক্ট্রিসেস

প্রশ্নঃ Train to Pakistan কে রচনা করেছেন ?
উত্তরঃ খুশবন্ত সিং

প্রশ্নঃ সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত ?
উত্তরঃ  -১/২

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box