General Studies Questions Answers for KP SI & Sergeant Exam | Kolkata Police GS in bengali
![]() |
GS Questions & Answers |
আজকের পোস্টে আপনাদের জন্য রইলো General Studies Questions and Answers in Bengali for Kolkata Police SI & Sergeant Exam; যেটিতে জেনারেল স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর উপস্থাপন করা আছে। এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে আপনারা আগত পরীক্ষা যেমন:- KP SI & Sergeant, WBP Constable & SI, Excise Constable সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবেন এবং সফলতা লাভ করতে পারবেন।
তাই আর সময় নষ্ট না করে প্রশ্নোত্তর গুলি ভালোভাবে দেখে নিন এবং নিচের দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে General Studies Questions and Answers PDF ফাইলটি সংগ্রহ করে নিন।
জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর
০১. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুন
০২. ব্রিটিশদের বিরুদ্ধে “উলগুলান” উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে ?
উত্তরঃ বিরসা মুণ্ডা
০৩. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন ?
উত্তরঃ লালা লাজপত রায়
০৪. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত ?
উত্তরঃ ব্রাহ্মণী
০৫. “আলেপ্পো” কোথাকার বিদ্রোহী প্রদেশ ?
উত্তরঃ লেবানন
০৬. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজমগুলি V, J, L অথবা I আকৃতির হয় ?
উত্তরঃ অ্যানাফেজ
০৭. কত সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করেন ?
উত্তরঃ ১৯৩৭
০৮. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত ?
উত্তরঃ করমন্ডল
০৯. ঋতুপর্ণ ঘোষ তাঁর জীবনে কতগুলি জাতীয় পুরস্কার পেয়েছেন ?
উত্তরঃ ১২ টি
১০. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোন প্রকৃতির ?
উত্তরঃ লবনাক্ত ও কাদা প্রকৃতির
১১. সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল ?
উত্তরঃ লোথাল
১২. লর্ড মাউন্টব্যাটেন কাকে “একাই এক সীমান্ত বাহিনী” বলে উল্লেখ করেন ?
উত্তরঃ মোহনদাস করমচাঁদ গান্ধী
১৩. কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন ?
উত্তরঃ বিম্বিসার
১৪. থিয়্সফিক্যল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল ?
উত্তরঃ আদায়ার
১৫. পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় ?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে
১৬. ভারতবর্ষে টাকাকড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন কে ?
উত্তরঃ ভারতীয় রিজার্ভ ব্যাংক
১৭. কাকে “ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী” (Traditionnal Moderniser) বলা হয় ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৮. দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ?
উত্তরঃ ধর্ম বিজয়
১৯. ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের (১৮৭০) প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ কেশবচন্দ্র সেন
২০. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ?
উত্তরঃ গৌড় বংশ
২১. প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসন কালে ?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস
২২. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন ?
উত্তরঃ পট্টভি সীতারামাইয়া
২৩. সংবাদপত্রের মুক্তি দাতা রূপে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ মেটকাফ
২৪. কে ভারতের এক টাকার কাগজী মুদ্রার যোগান দেয় ?
উত্তরঃ ভারত সরকারের অর্থ মন্ত্রক
২৫. বঙ্গবিভাগ প্রত্যাহৃত হয় কোন সালে ?
উত্তরঃ ১৯১১ সালে
২৬. কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন ?
উত্তরঃ বাণভট্ট
২৭. সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য ?
উত্তরঃ ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য
২৮. হাইড্রলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত ?
উত্তরঃ পাস্কালের সূত্র
২৯. “ওয়ান লাইফ ইজ নট এনাফ” শীর্ষক আত্মজীবনী কে রচনা করেন ?
উত্তরঃ কে নটবর সিং
৩০. বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৭৫ সালে
৩১. প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার -এর আসল নাম কি ?
উত্তরঃ শ্যামপুরান সিং কালরা
৩২. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে ?
উত্তরঃ ১৯১১ সালে
৩৩. অ্যাসপিরিন এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
৩৪. গান্ধিজীর বিখ্যাত উক্তি “ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” কার আগমন উপলক্ষ্যে করা হয় ?
উত্তরঃ ক্রিপস মিশন
৩৫. কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল ?
উত্তরঃ ১৯৪০ সালে
৩৬. কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ?
উত্তরঃ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
৩৭. বঙ্গবিভাগ কার্যকারী হবার তারিখ কী ছিল ?
উত্তরঃ ১৬ই অক্টোবর ১৯০৫
৩৮. ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?
উত্তরঃ লর্ড মেয়ো
৩৯. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন ?
উত্তরঃ লর্ড লিটন
৪০. লখনৌ চুক্তি (১৯১৬) কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
৪১. কার রাজত্বকালে “জবত” ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?
উত্তরঃ আকবর
৪২. পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে কি বলা হয় ?
উত্তরঃ অটোগ্যামি
৪৩. “গদর পার্টি” কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ আমেরিকা, ১৯১৩
৪৪. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত ?
উত্তরঃ ১২ জোড়া
৪৫. ১৮৩৫ খ্রিষ্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয় ?
উত্তরঃ ফার্সি
৪৬. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ?
উত্তরঃ লোথাল
৪৭. কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?
উত্তরঃ ইন্টারফেজে
৪৮. পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় ?
উত্তরঃ ১৭৮৪ খ্রিস্টাব্দে
৪৯. “প্রাকৃতিক নির্বাচন” তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তরঃ চার্লস ডারউইন
৫০. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় ?
উত্তরঃ কর্কটক্রান্তির নিকট
সম্পূর্ণ PDF-এর ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details::
File Name: কলকাতা পুলিশ স্পেশাল জেনারেল স্টাডিজ প্রশ্নোত্তর
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 0.64 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box