Breaking





Wednesday, March 23, 2022

বাংলা জিকে ক্যানভাস পর্ব-৩০৬ | Gk Canvas in Bengali

বাংলা জিকে ক্যানভাস পর্ব-৩০৬ | Gk Canvas in Bengali 

বাংলা জিকে ক্যানভাস পর্ব-৩০৬ | Gk Canvas in Bengali
জিকে ক্যানভাস
প্রিয় পাঠকেরা,
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে ক্যানভাস পর্ব-৩০৬ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Gk Canvas

প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
উত্তরঃ ৫ই জুন

প্রশ্নঃ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা হয়েছিল ?
উত্তরঃ ৪২ তম

প্রশ্নঃ তামিলনাড়ুর কোন স্থানে কুমারী আম্মান মন্দিরটি অবস্থিত ?
উত্তরঃ কন্যাকুমারী

প্রশ্নঃ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবালীপুরমের মন্দিরগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ কোনট অ্যাসিডটি চা-তে পাওয়া যায় ?
উত্তরঃ ট্যানিক অ্যাসিড

প্রশ্নঃ রামোন ম্যাগসেসে পুরষ্কারের নামকরণ কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামে করা হয়েছে ?
উত্তরঃ ফিলিপিন্স

প্রশ্নঃ হাওয়া মহল কে তৈরী করেছিলেন ?
উত্তরঃ মহারাজা সাওয়াই প্রতাপ সিং (১৭৯৯)

প্রশ্নঃ ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তি বিকাশে অবদানের জন্য কে নোবেল পুরষ্কার পেয়েছিলেন ?
উত্তরঃ জ্যাক কিলবি

প্রশ্নঃ সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সাথে যুক্ত ?
উত্তরঃ ডিনাইট্রিফিকেশন

প্রশ্নঃ ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কতগুলি স্তর রয়েছে ?
উত্তরঃ ৩টি

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box