Breaking





Tuesday, November 01, 2022

Bengali GK Book 2022 PDF | 1000+ Bengali General Knowledge । জেনারেল নলেজ MCQ PDF

Bengali GK Book 2022 PDF | 1000+ Bengali General Knowledge । জেনারেল নলেজ MCQ PDF 

Bengali GK Book 2022 PDF | 1000+ Bengali General Knowledge । জেনারেল নলেজ MCQ PDF
Bengali GK Book 2022
প্রিয় পাঠকেরা,
আজ 1000+ Bengali General Knowledge PDFটি শেয়ার করলাম। যেটিতে সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ১০০০টি প্রশ্নোত্তর পিডিএফ আকারে লিপিবদ্ধ করা আছে। এটি সমস্ত চাকরির পরীক্ষা যেমন - WBCS, ICDS, CGL, MTS, SSC, PSC, NTPC, Group-D, Clerkship, Food Si, WBP, Fire Operator সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই আর সময় নষ্ট না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে Bengali GK Book 2022 PDF ফাইলটি সংগ্রহ করে নিন এবং পরীক্ষা প্রস্তুতির মাত্রা বজায় রাখুন।

বাংলা জিকে বই ২০২২

❏ ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন ?
উত্তরঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে

❏ মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণআন্দোলনটি কি ছিল ?
উত্তরঃ অসহযোগ আন্দোলন

❏ ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে ?
উত্তরঃ ১ নং ধারা

❏ ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নেন ?
উত্তরঃ স্যার সিরিল রাডক্লিফ

❏ মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত ?
উত্তরঃ ৩১ জোড়া

❏ কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?
উত্তরঃ ১৮১৩ -র চার্টার আইন

❏ পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?
উত্তরঃ হাওড়া থেকে হুগলি

❏ কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন ?
উত্তরঃ মনুস্মৃতি

❏ ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কত সালের আইনে ?
উত্তরঃ ১৯৩৫

❏ কে ১৯৩২ খ্রিঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন ?
উত্তরঃ রামসে ম্যাকডোনাল্ড

❏ কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

❏ কোন বছর জাতীয় কংগ্রেস “পূর্ণ স্বরাজ” এর প্রস্তাব গ্রহণ করে ?
উত্তরঃ ১৯৩০ সালে

❏ কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
উত্তরঃ মতিলাল নেহরু

❏ ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

❏ চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে কি বলা হয় ?
উত্তরঃ ব্রাঙ্কিওস্টেগাইট

❏ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক

❏ কোন উদ্ভিদের শস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায় ?
উত্তরঃ নারকেল

❏ জালালউদ্দিন মঙ্গবারণী কে ছিলেন ?
উত্তরঃ খোয়ারজিম বা খিবার শাসক

❏ পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল কোনটি ?
উত্তরঃ নীলগিরি পর্বত

❏ মহম্মদ বিন কাশিম কত খ্রিস্টাব্দে সিন্ধু দখল করেন ?
উত্তরঃ ৭১২ খ্রিস্টাব্দে

❏ কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
উত্তরঃ পুরু

❏ ১৯৪০ -এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
উত্তরঃ লাহোর অধিবেশনে

❏ বিখ্যাত ছবি “ভারত মাতা” কে এঁকেছিলেন ?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর

❏ পদবিহীন উভচর প্রাণী কোন বর্গের অন্তর্গত ?
উত্তরঃ অ্যানুরা

❏ স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তরঃ সাতটি

❏ উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
উত্তরঃ রাইডাক

❏ কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
উত্তরঃ ঝিলাম

❏ “আইহোল প্রশস্তি” কে রচনা করেন ?
উত্তরঃ চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর সভাকবি রবিকীর্তি

❏ ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি-নিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয় ?
উত্তরঃ শস্য

❏ ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৫০

❏ বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তরঃ তিতুমীর

❏ কোন জায়গাকে সাঁওতালরা “দামিন-ই-কোহ” বলত ?
উত্তরঃ রাজমহল পাহাড়

❏ কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
উত্তরঃ পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান

❏ কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয় ?
উত্তরঃ ১৭৮৪ সালে

❏ লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মণিপুর

❏ কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
উত্তরঃ ১৯২০ সালে

❏ গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ কয়লা

❏ ধারওয়ার যুগের গ্রানাইট ও নীস কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ ছোটনাগপুরের মালভূমিতে

❏ কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিশ

❏ ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ?
উত্তরঃ পাঞ্জাব

❏ টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি

❏ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?
উত্তরঃ সিঙ্গালীলা পর্বতশ্রেণি

❏ ভারত কার সহযোগিতায় RISAT-2 স্যাটেলাইট তৈরী করেছে ?
উত্তরঃ রাশিয়া

❏ DNA পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন ?
উত্তরঃ ওয়াটসন এবং ক্রিক

❏ বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ ?
উত্তরঃ ঘর্ষণ কমে যায়

❏ “তকাভি” বলতে কি বোঝায় ?
উত্তরঃ কৃষক ঋণ

❏ “The Dhoni Touch” বইটির লেখক কে ?
উত্তরঃ ভরত সুন্দরেসন

❏ পারমাণবিক চুল্লীতে সংঘটিত বিক্রিয়া হল ?
উত্তরঃ নিউক্লিয় বিভাজন (neuclear fission)

❏ মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল ?
উত্তরঃ ফারসি

❏ সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
উত্তরঃ ছাল

❏ টোটো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গে

❏ ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
উত্তরঃ হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি

❏ কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
উত্তরঃ কচ্ছ

❏ সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ

❏ বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন ?
উত্তরঃ জীবক

❏ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে ঘটেছিল ?
উত্তরঃ ১৯১৯ সালের ১৩ এপ্রিল

❏ বিকাশ কৃষ্ণাণ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং

❏ “রজমনামা” কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ ?
উত্তরঃ মহাভারত

❏ বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ হাম্পি

❏ “সুল-ই-কুল নীতি” কে প্রবর্তন করেন ?\
উত্তরঃ সম্রাট আকবর

❏ “তারিখ-ই-ফিরুজশাহী” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ জিয়াউদ্দিন বারানি

❏ দলিত নেতাদের মধ্যে কে জীবনসায়াহ্নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করেন ?
উত্তরঃ বি.আর. আম্বেদকর

❏ ভারতের ন্যাশনাল গ্রীণ ট্রাইবুন্যাল প্রতিষ্ঠিত হয় কবে ?
উত্তরঃ ২০১০ সালে

❏ ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৬ সালের ফেব্রুয়ারি

❏ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী

❏ ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
উত্তরঃ ১৫ আগস্ট ১৯৪৭

❏ নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ?
উত্তরঃ একজন সুফি সন্ত

❏ ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ এ.ও. হিউম

❏ “পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া” বইটির লেখক কে ?
উত্তরঃ দাদাভাই নওরোজি

❏ বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত ?
উত্তরঃ উড়িষ্যায়

❏ ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার হলেন ?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি

❏ পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় ?
উত্তরঃ ২০০০ মিটার

❏ ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?
উত্তরঃ দৌলত খাঁ লোদী

❏ কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
উত্তরঃ আকবর

❏ ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ ঝাড়খন্ড

❏ সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
উত্তরঃ ১৭৫৬

❏ দাদাভাই নৌওরোজীর উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে ?
উত্তরঃ গোপাল কৃষ্ণ গোখলে

❏ লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসরয় হন ?
উত্তরঃ লর্ড উইলিংডন

❏ কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?
উত্তরঃ ১৯২০ সালে

❏ কত সালে দ্বিতীয় পাণিপথের যুদ্ধ হয় ?
উত্তরঃ ১৫৫৬

❏ এইটটিন ফিফটি সেভেন বইটির রচয়িতা কে ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ সেন

❏ ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে ?
উত্তরঃ ৭৩তম সংশোধনী

❏ বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ আলাউদ্দিন বাহমান শাহ

❏ ভারতে পর্তুগীজ শক্তির কেন্দ্র কোথায় ছিল ?
উত্তরঃ গোয়া

❏ কোনটি ভারতে ইংরেজি শিক্ষার “ম্যাগনা কার্টা” রূপে পরিচিত ?
উত্তরঃ এডুকেশনাল ডেসপ্যাচ, ১৮৫৪

❏ জাহাঙ্গীরের সমাধি সৌধ কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাহোর

❏ “ইন্ডিকা”র প্রণেতা কে ?
উত্তরঃ মেগাস্থিনিস

❏ ইলবার্ট বিল এর তীব্র বিরোধিতা কোন সম্প্রদায় করেছিল ?
উত্তরঃ ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়

❏ তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ?
উত্তরঃ গান্ধার শিল্প

❏ সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে ?
উত্তরঃ দ্বাদশ শতকে

❏ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন

❏ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তরঃ রেলওয়ে লোকোমোটিভ

❏ কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল ?
উত্তরঃ পারদ

❏ অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী ?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

❏ মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান ?
উত্তরঃ ১৬৬৬ সালে

❏ হ্যাভারশিয়ান তন্ত্র কার অংশবিশেষ ?
উত্তরঃ অস্থি

❏ নেহেরু রিপোর্ট কমিটিতে (১৯২৮) লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে ?
উত্তরঃ তেজ বাহাদুর সপ্রু

❏ কোনটি প্রাচীনতম বেদ ?
উত্তরঃ ঋগবেদ

❏ হৃদপেশী ক্লান্ত (Fatigue) হয় না কারণ ?
উত্তরঃ বিপুল পরিমাণে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি

❏ বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন ?
উত্তরঃ অনুদৈর্ঘ্য

সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে


File Details::
File Name: 1000 GK Notes
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 101
File size: 11 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box