ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান PDF | Calendar Math Shortcut Tricks in Bengali PDF
![]() |
ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সমাধান |
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে Calendar Math Formula and Solution in Bengali PDFটি শেয়ার করলাম। যেটিতে ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান শর্টকাট টেকনিক বা পদ্ধতি সম্পূর্ণ বাংলা ভাষায় উপস্থাপন করা আছে। যেগুলি Primary TET, CTET, Upper Primary TET, WBCS, Railসহ যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী। সমস্ত পরীক্ষায় অঙ্ক বা গণিটের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাবে ক্যালেন্ডার অংক থেকে প্রশ্ন প্রায়শই এসে থাকে। আর সেই কারণে খুবই কম সময়ে ক্যালেন্ডার অংকের সমাধান করতে Calendar Math Shortcut Tricks PDF ফাইলটি সংগ্রহ করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন।
সুতরাং সময় অপচয় না করে নীচের দেওয়া লিংকে ক্লিক করে ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সমাধান নির্ণয় পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।
ক্যালেন্ডার সংক্রান্ত গণিত সুত্র এবং সমাধান
❏ সাধারণ বছর (ordinary year) = 365 দিন।
❏ অধিবর্ষ বা লীপ-ঈয়ার (Leap year) = 366 দিন।
❏ সাধারণ বছরে odd day = 1টি।
❏ লীপ-ঈয়ার এ odd day = 2টি।
❏ 100 বছরে 76টি সাধারণ বছর এবং 24টি লীপ-ঈয়ার।
❏ 100 বছরে odd day = 5টি।।
❏ 200 বছরে odd day = (5 x 2) = (10-7) = 3টি।
❏ 300 বছরে odd day = (5 x 3) = (15–7 x 2) = 1টি।
❏ 400, 800, 1200, 1600 এবং 2000 অর্থাৎ (400-এর গুণিতক বছরে) odd day=0টি।
❏ সাল (বছর) কে 4 দ্বারা ভাগে মিললে লীপ-ঈয়ার বা অধিবর্ষ হয়।
❏ সালের শেষে একাধিক শুণ্য থাকলে 400 দ্বারা ভাগে মিললে তবেই লীপ-ঈয়ার বা অধিবর্ষ হয়।
❏ লীপ-ঈয়ার নয় এমন বছরে অর্থাৎ সাধারণ বছরের 1st, জানুয়ারি যে বার হবে 31 ডিসেম্বর সেই বার হবে। অর্থাৎ পরের বছরের 1st, জানুয়ারি ঠিক তারপরের দিন ।
❏ লীপ-ঈয়ার বছরের 1st. জানুয়ারি যে বার হবে 31 ডিসেম্বর ঠিক তার পর দিন হবে।
❏ সাধারণ বছরের 1st. জানুয়ারি যে বার থাকে, সেই বার (day) 53টি এবং অন্যান্য।
❏ লীপ-ঈয়ার বছরের 1st. ও 2nd, জানুয়ারি যে দুটি বার থাকে, সেই দুটি বার (day) 53টি এবং অন্যান্য বার 52টি করে থাকে।
❏ অধিবর্ষ নয় এমন বছরগুলি একই দিনে বা বারে মাস শুরু হয় - (A) জানুয়ারি, অক্টোবর; (B) ফেব্রুয়ারি, মার্চ, নভেম্বর ; (C) এপ্রিল ও জুলাই।
❏ অধিবর্ষ হলে একই দিনে মাস শুরু হয় - (A) জানুয়ারি, এপ্রিল, জুলাই; (B) ফেব্রুয়ারি, আগষ্ট ; (C) মার্চ ও নভেম্বর।
ক্যালেন্ডার অংক সমাধান নির্ণয়ের সম্পূর্ণ পিডিএফের লিংক নীচে দেওয়া আছে
File Details::
File Name: Calendar Math Formula and Solution
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 14
File size: 2 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box