GK Notes Archives Part-292 | জিকে নোটস
জিকে নোটস |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Archives Part-292 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Archives
প্রশ্নঃ ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে ?
উত্তরঃ অ্যালবুমিন
প্রশ্নঃ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ভীমরাও রামজি আম্বেদকর
প্রশ্নঃ “চিকিৎসাশাস্ত্রের জনক” আখ্যা দেওয়া হয় কাকে ?
উত্তরঃ হিপোক্রেটাসকে
প্রশ্নঃ সিস্টোলিথ দেখা যায় কোন গাছের পাতায় ?
উত্তরঃ বট পাতায়
প্রশ্নঃ জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম কি ?
উত্তরঃ Response in the Living and Non-Living
প্রশ্নঃ স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউইয়র্ক
প্রশ্নঃ নেপোলিয়ান বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন ?
উত্তরঃ কর্সিকা দ্বীপে
প্রশ্নঃ ধননন্দ কার হাতে পরাজিত ও নিহত হন ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য
প্রশ্নঃ অক্সিজেন গ্যাসকে “ফায়ার এয়ার” নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী ?
উত্তরঃ ল্যাভয়সিয়ের
প্রশ্নঃ কৃত্রিম হারক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী ?
উত্তরঃ ক্যাভেন্ডিস
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box