Breaking





Friday, March 25, 2022

সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-৩০৭ | Sadharan Gyan Capsule

সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-৩০৭ | Sadharan Gyan Capsule 

সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-৩০৭ | Sadharan Gyan Capsule
সাধারণ জ্ঞান ক্যাপসুল
প্রিয় পাঠকেরা,
আজকে আপনাদের সঙ্গে সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-৩০৭ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Sadharan Gyan Capsule

প্রশ্নঃ মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন ?
উত্তরঃ লর্ড ক্যানিং

প্রশ্নঃ রাষ্ট্রীয় একতা দিবস কোন দিনটিতে ভারতে পালন করা হয় ?
উত্তরঃ ৩১ অক্টোবর

প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী লোকসভায় অনাস্থা প্রস্তাবে হেরে যাওয়ার আগে পদত্যাগ করেছিলেন ?
উত্তরঃ চৌধুরী চরণ সিং

প্রশ্নঃ গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হয়েছিলেন ?
উত্তরঃ বেলগাম

প্রশ্নঃ “কলিঙ্গ পুরষ্কার” প্রদান করে কোন সংস্থা ?
উত্তরঃ ইউনেস্কো

প্রশ্নঃ “A Passage to India” উপন্যাসটি লিখেছেন ?
উত্তরঃ এডওয়ার্ড মরগ্যান ফরস্টার

প্রশ্নঃ নিকোলো কোন্টি কার রাজত্বকালে বিজয় নগরে এসেছিলেন ?
উত্তরঃ দেব রায়

প্রশ্নঃ দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড

প্রশ্নঃ বায়ুমণ্ডলের গৌণ দূষক (Secondary Pollutant) টি হলো ?
উত্তরঃ ওজন

প্রশ্নঃ বিখ্যাত কবিতা “সুর সাগর” কে লিখেছিলেন ?
উত্তরঃ সুরদাস

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box