বাংলা জিকে গাইড পর্ব-৩১০ | Bengali GK Guide
![]() |
জিকে গাইড |
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে গাইড পর্ব-৩১০ শেয়ার করছি। যেটির মধ্যে কমনযোগ্য দশটি জিকের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নিজকে সঠিকভাবে প্রস্তুত করে তুলতে পারবেন।
Bengali GK Guide
প্রশ্নঃ শ্যামরায় কোন সাহিত্যিকের ছদ্মনাম ?
উত্তরঃ সুকুমার রায়
প্রশ্নঃ ফুসফুসের ফাইব্রোসিস রোগের প্রধান কারণ কী ?
উত্তরঃ সালফার ডাই অক্সাইড
প্রশ্নঃ ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি কোন সময়ে ?
উত্তরঃ শীতকালে
প্রশ্নঃ দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন ?
উত্তরঃ ইব্রাহিম লোদী
প্রশ্নঃ সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে কে শোষণ করে ?
উত্তরঃ ওজন স্তর
প্রশ্নঃ Broken wings-কার লেখা ?
উত্তরঃ সরোজনী নাইডু
প্রশ্নঃ বস প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া ও তাসমানিয়া
প্রশ্নঃ ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে ?
উত্তরঃ ১৯৪৬ সালে
প্রশ্নঃ ক্যান্টারবেরি টেলস এর লেখক কে ?
উত্তরঃ জিওফ্রে চসার
প্রশ্নঃ থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ব্যাডমিন্টন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box