Bengali GK Prostuti Part-311 | বাংলা জিকে প্রস্তুতি
![]() |
জিকে প্রস্তুতি |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Prostuti Part-311 শেয়ার করছি। যেটির মধ্যে কমনযোগ্য দশটি জিকের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নিজকে সঠিকভাবে প্রস্তুত করে তুলতে পারবেন।
Bengali GK Prostuti
প্রশ্নঃ “দি আরগুমেনটেটিভ ইণ্ডিয়ান” পুস্তকটির লেখক কে ?
উত্তরঃ অমর্ত্য সেন
প্রশ্নঃ কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ?
উত্তরঃ ১৯৭৬ সালে
প্রশ্নঃ ১৮৭৮ সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?
উত্তরঃ লর্ড রিপন
প্রশ্নঃ “সমাজের জীবনই ইতিহাস” উক্তিটি কার ?
উত্তরঃ টয়েনবির
প্রশ্নঃ মারাঠা পেশোয়াদের মধ্যে কে “হিন্দু-পদ-পাদশাহী” এর আদর্শ অনুসরণ করেছিলেন কে ?
উত্তরঃ প্রথম বাজিরাও
প্রশ্নঃ বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন ?
উত্তরঃ ইলিয়াশ শাহ
প্রশ্নঃ অকালি আন্দোলন কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯২১
প্রশ্নঃ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য কে
প্রশ্নঃ “অন্ধ্র কবিতা পিতামহ” উপাধি কাকে দেওয়া হয়েছিল ?
উত্তরঃ পেড্ডন
প্রশ্নঃ ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ এস.এন.ব্যানার্জী
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box