Breaking





Tuesday, April 05, 2022

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য PDF | Length of the Coastline of India

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য PDF | Length of the Coastline of India 

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য PDF | Length of the Coastline of India
ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য
প্রিয় পাঠকেরা,
আজ ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য PDFটি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখার দৈর্ঘের সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় ভূগোলের গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাবে এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন:- ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত?, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি? ইত্যাদি।

সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখা

উপকূল রেখা দৈর্ঘ্য
গুজরাট ১২১৪.৭ কিমি
অন্ধ্রপ্রদেশ ৯৭৩.৭ কিমি
তামিলনাড়ু বা করমন্ডল উপকূল ৯০৬.৯ কিমি
মহারাষ্ট্র বা কোঙ্কন উপকূল ৬৫২.৬ কিমি
কেরালা বা মালাবার উপকূল ৫৬৯.৭ কিমি
ওড়িশা বা উৎকল উপকূল ৪৭৬.৪ কিমি
কর্ণাটক ২৮০ কিমি
পশ্চিমবঙ্গ ১৫৭.৫ কিমি
গোয়া ১০১ কিমি
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৬২ কিমি
লাক্ষাদ্বীপ ১৩২ কিমি
পুদুচেরি ৪৭.৬ কিমি
দমন ও দিউ ৪২.৫ কিমি
উপকূল রেখার মোট দৈর্ঘ্য ৭৫১৬.৬ কিমি

■ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ■

প্রশ্ন : ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত ?
উত্তর : প্রায় ৭৫১৭ কিমি

প্রশ্ন : ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তর : গোয়া

প্রশ্ন :  ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
উত্তর : গুজরাট

প্রশ্ন : ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি ?
উত্তর : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

প্রশ্ন : ভারতের উপকূলরেখা যুক্ত রাজ্যের সংখ্যা কয়টি ?
উত্তর : ৯টি

প্রশ্ন : ভারতের মূল ভূখণ্ডের কত কিমি এলাকাজুড়ে উপকূল রেখা বিস্তৃত ?
উত্তর : ৬১০০ কিমি

উপকূল রেখার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: Length of the Coastline of India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 01
File size: 0.60 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box