ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য PDF | Length of the Coastline of India
![]() |
ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য |
আজ ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য PDFটি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখার দৈর্ঘের সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় ভূগোলের গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাবে এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন:- ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত?, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি? ইত্যাদি।
সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখা
উপকূল রেখা | দৈর্ঘ্য |
---|---|
গুজরাট | ১২১৪.৭ কিমি |
অন্ধ্রপ্রদেশ | ৯৭৩.৭ কিমি |
তামিলনাড়ু বা করমন্ডল উপকূল | ৯০৬.৯ কিমি |
মহারাষ্ট্র বা কোঙ্কন উপকূল | ৬৫২.৬ কিমি |
কেরালা বা মালাবার উপকূল | ৫৬৯.৭ কিমি |
ওড়িশা বা উৎকল উপকূল | ৪৭৬.৪ কিমি |
কর্ণাটক | ২৮০ কিমি |
পশ্চিমবঙ্গ | ১৫৭.৫ কিমি |
গোয়া | ১০১ কিমি |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৯৬২ কিমি |
লাক্ষাদ্বীপ | ১৩২ কিমি |
পুদুচেরি | ৪৭.৬ কিমি |
দমন ও দিউ | ৪২.৫ কিমি |
উপকূল রেখার মোট দৈর্ঘ্য | ৭৫১৬.৬ কিমি |
■ গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ■
প্রশ্ন : ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত ?
উত্তর : প্রায় ৭৫১৭ কিমি
প্রশ্ন : ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তর : গোয়া
প্রশ্ন : ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
উত্তর : গুজরাট
প্রশ্ন : ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি ?
উত্তর : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
প্রশ্ন : ভারতের উপকূলরেখা যুক্ত রাজ্যের সংখ্যা কয়টি ?
উত্তর : ৯টি
প্রশ্ন : ভারতের মূল ভূখণ্ডের কত কিমি এলাকাজুড়ে উপকূল রেখা বিস্তৃত ?
উত্তর : ৬১০০ কিমি
উপকূল রেখার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: Length of the Coastline of India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 01
File size: 0.60 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box