ইতিহাসের কমনযোগ্য MCQ প্রশ্ন উত্তর | History Multiple Choice Question and Answer
![]() |
ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর |
আজ History MCQ Questions and Answers PDFটি শেয়ার করলাম। যেটিতে ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ৭৫টি প্রশ্নোত্তর MCQ ফরম্যাটে দেওয়া আছে। WBCS -সহ আরো অন্যান্য চাকরির পরীক্ষার জন্য ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর গুলি খুবই উপযোগী হবে।
সুতরাং সময় অপচয় না করে নীচে কুইজ আকারে প্রশ্ন গুলি দেওয়া আছে ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
ইতিহাসের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর
০১. দুদুমিয়া কে ছিলেন ?
(ক) ফরাজি আন্দোলনের নেতা
(খ) চিপকো আন্দোলনের নেতা
(গ) কোল বিদ্রোহের নেতা
(ঘ) সিপাহী বিদ্রোহের নেতা
০২. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ?
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড ওয়ারেন হেস্টিংস
(গ) বালাজি বিশ্বনাথ
(ঘ) লর্ড ওয়েলেসলি
০৩. কোন সুলতান আগ্ৰা শহর প্রতিষ্ঠা করেন ?
(ক) সিকান্দার লোদী
(খ) গিয়াসউদ্দিন তুঘলক
(গ) বিজয়া সুলতান
(ঘ) মোহাম্মদ আদিল শাহ
০৪. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
(ক) নরেন গোসাই
(খ) খান আবদুল গফফর খান
(গ) আবুল কালাম
(ঘ) জয়প্রকাশ নারায়ন
০৫. ‘উকিল নেহি দলিল নেহি’- উক্তিটি কার ?
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) মহাত্মা গান্ধী
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) আবুল কালাম আজাদ
০৬. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(ক) বিদ্যাসাগর
(খ) ঈশ্বর গুপ্ত
(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী
(ঘ) অনুপম দাস
০৭. কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল ?
(ক) ১৭৭৯ খ্রিঃ
(খ) ১৭৭১ খ্রিঃ
(গ) ১৭৭৭ খ্রিঃ
(ঘ) ১৭৭৪ খ্রিঃ
০৮. ইবন বতুতা কার আমলে ভারতে আসেন ?
(ক) হর্ষবর্ধন
(খ) শাহজাহান
(গ) বিন্দুসার
(ঘ) মুহাম্মদ বিন তুঘলক
০৯. খালসা বাহিনী কে গঠন করেন ?
(ক) হর রায়
(খ) অমর দাস
(গ) হরগোবিন্দ
(ঘ) গোবিন্দ সিংহ
১০. উডের ভেসপাচ ঘোষিত হয় কত সালে ?
(ক) ১৮৩৫ সালে
(খ) ১৮৭৯ সালে
(গ) ১৮৪৫ সালে
(ঘ) ১৮৫৪ সালে
১১. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম ?
(ক) সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধী
(খ) সিধু ও কানু
(গ) মঙ্গল পান্ডে ও ডিরোজিও
(ঘ) প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসু
১২. তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল ?
(ক) ২১ মে ১৫৬৭
(খ) ২৬ জানুয়ারী ১৫৬৫
(গ) ২৭ মার্চ ১৭৮৯
(ঘ) ৯ সেপ্টেম্বর ১৮৮৯
১৩. ভারতে প্রথম রেলপথ চালু হয় -
(ক) 1853 সালে
(খ) 1953 সালে
(গ) 1901 সালে
(ঘ) 1910 সালে
১৪. মাস্টারদা সূর্য সেন কবে জন্মগ্রহণ করেছিলেন ?
(ক) ১৮৯৮ সালে
(খ) ১৮৯২ সালে
(গ) ১৮৯৪ সালে
(ঘ) ১৮৯০ সালে
১৫. চার্টার বা সনদ আইন কবে পাশ হয় ?
(ক) ১৭১৩ সালে
(খ) ১৮১৩ সালে
(গ) ১৭১৪ সালে
(ঘ) ১৯১৩ সালে
১৬. কে ভক্তি আন্দোলনের সূচনা করেন ?
(ক) রামানুজ
(খ) কলম্বাস
(গ) রামানন্দ
(ঘ) এদের কেউই নন
১৭. এশিয়ার বুলবুল কাকে বলা হয়?
(ক) পদ্মজা নাইডু
(খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(গ) সরোজিনী নাইডু
(ঘ) বিজয়লক্ষী পণ্ডিত
১৮. রাজ শেখর কার সভাকবি ছিলেন ?
(ক) যশোবর্ধন
(খ) নরসিংহ দেব
(গ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(ঘ) মহিপাল
১৯. কোন ইউরোপীয় বণিকরা প্রথম ভারতে আসে ?
(ক) পর্তুগিজরা
(খ) ইংরেজরা
(গ) ফরাসিরা
(ঘ) দিনেমাররা
২০. নাদির শাহের ভারত আক্রমণ কালে মোগল সম্রাট কে ছিলেন ?
(ক) সিরাজ উদ্দৌলা
(খ) সম্রাট মহম্মদ শাহ
(গ) সম্রাট জাহাঙ্গীর
(ঘ) সম্রাট ঔরঙ্গজেব
২১. অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে ?
(ক) থিও ফ্রাসটাস
(খ) ডারউইন
(গ) উইলিয়াম হার্ভে
(ঘ) এদের কেউই নন
২২. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৬৬৪ খ্রিস্টাব্দে
(খ) ১৬৫৪ খ্রিস্টাব্দে
(গ) ১৬৩৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৬৪৭ খ্রিস্টাব্দে
২৩. ভারতে কবে ফ্যাক্টরি আইন চালু হয়েছিল ?
(ক) ১৯৪৮ সালে
(খ) ১৯৪৫ সালে
(গ) ১৯৪৭ সালে
(ঘ) ১৯৫৭ সালে
২৪. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ?
(ক) হেরোডোটাস
(খ) মেগাস্থিনিস
(গ) স্ট্রাবো
(ঘ) প্লুটার্ক
২৫. গান্ধীজী ডান্ডি যাত্রা কোথা থেকে শুরু করেছিলেন ?
(ক) সবরমতী আশ্রম
(খ) মহারাষ্ট্র
(গ) লক্ষ্ণৌ
(ঘ) ত্রিপুরা
২৬. লক্ষ্মীনারায়নণ মন্দির কোথায় অবস্থিত ?
(ক) দিল্লি
(খ) গুজরাট
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) মহারাষ্ট্র
২৭. ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন?
(ক) ১৪৫৬ সালে
(খ) ১৪৬৮ সালে
(গ) ১৪৬২ সালে
(ঘ) ১৪৯৮ সালে
২৮. ভাস্কো দা গামা কোথাকার নাবিক ছিলেন ?
(ক) স্পেন
(খ) পর্তুগীজ
(গ) ইতালি
(ঘ) আমেরিকান
২৯. সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত ?
(ক) কোল বিদ্রোহ
(খ) সাঁওতাল বিদ্রোহ
(গ) ফকির বিদ্রোহ
(ঘ) কোনটি নয়
৩০. কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
(ক) বানভট্ট
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
৩১. নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার কত সালে 'নীল কমিশন' গঠন করে ?
(ক) ১৮৬০ সালে
(খ) ১৮৬২ সালে
(গ) ১৯০০ সালে
(ঘ) ১৮৩৩ সালে
৩২. মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৯০২ সালে
(খ) ১৯০৪ সালে
(গ) ১৯০৫ সালে
(ঘ) ১৯০৬ সালে
৩৩. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন ?
(ক) ধর্মপাল
(খ) রামপাল
(গ) গোপাল
(ঘ) শশাঙ্ক
৩৪. নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয় ?
(ক) লর্ড উইলিয়াম বেন্টিংককে
(খ) উইলিয়াম জোন্স কে
(গ) রঞ্জিত সিংহ কে
(ঘ) ফারুকশিয়ার কে
৩৫. “ঠান্ডা লড়াই” শব্দটি প্রথম ব্যবহার করেন ?
(ক) ডি এফ ফ্লেমিং
(খ) হ্যারি এস ট্রুম্যান
(গ) ওয়াল্টার লিপম্যান
(ঘ) লুই জে হ্যালে
৩৬. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৮৯৭ সালে
(খ) ১৮৯০ সালে
(গ) ১৮৬৭ সালে
(ঘ) ১৮৯৯ সালে
৩৭. ‘The Spirit of Islam’ - গ্রন্থের রচয়িতা কে ?
(ক) মহাত্মা গান্ধী
(খ) সৈয়দ আমীর আলী
(গ) নানা ফড়নবিশ
(ঘ) আশুতোষ মুখার্জী
৩৮. প্রীতিলতা ওয়াদ্দেদার এর ডাক নাম কি ছিল ?
(ক) রানী
(খ) মালতি
(গ) সন্ধ্যা
(ঘ) ফুলমণি
৩৯. ‘চিপকো’ আন্দোলন কিসের সঙ্গে যুক্ত?
(ক) বন সংরক্ষণ
(খ) প্রাণী সংরক্ষণ
(গ) চাষবাস
(ঘ) এগুলোর কোনোটি নয়
৪০. শকাব্দ কবে থেকে শুরু হয়?
(ক) 78 খ্রিস্টাব্দে
(খ) 68 খ্রিস্টাব্দে
(গ) 98 খ্রিস্টাব্দে
(ঘ) 69 খ্রিস্টাব্দে
৪১. কাবুলিওয়ালা কার লেখা ?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রামমোহন রায়
(গ) সিস্টার নিবেদিতা
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৪২. ‘বাবরনামা’ - কার আত্মজীবনী ?
(ক) সাজাহান
(খ) বাবর
(গ) ঔরঙ্গজেব
(ঘ) আব্দুল কালাম
৪৩. সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায় ?
(ক) বঙ্গদেশের ব্যারাকপুরে
(খ) রেঙ্গুনে
(গ) ব্রিটেনে
(ঘ) নিউজিল্যান্ড
৪৪. ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) আনন্দমোহন বসু
(গ) দাদাভাই নৌরোজি
(ঘ) সরদার বল্লভভাই প্যাটেল
৪৫. কলকাতায় প্রথম কত সালে মেট্রো পরিষেবা চালু হয় ?
(ক) ১৯৬৭ সালে
(খ) ১৯৮৪ সালে
(গ) ১৯৫৬ সালে
(ঘ) ১৯৮০ সালে
৪৬. ভারত পথিক বলে কাকে অভিহিত করা হয় ?
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) রাজা রামমোহন রায়
(গ) লর্ড ক্যানিং
(ঘ) কালীপ্রসন্ন সিংহ
৪৭. লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে?
(ক) দ্বিতীয় ভাস্কর
(খ) অমিত মিত্র
(গ) হরিলাল সেন
(ঘ) লীলা মুখার্জি
৪৮. রামমোহন রায় কত সালে জন্মগ্রহণ করেন ?
(ক) ২২ মে ১৭৭২
(খ) ২৬ মে ১৭৪৫
(গ) ১১ মে ১৯৫৬
(ঘ) ২৯ জুলাই ১৭৭৮
৪৯. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।” - বিখ্যাত উক্তিটির বক্তা ?
(ক) মহাত্মা গান্ধী
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) রাসবিহারী বসু
(ঘ) জওহরলাল নেহেরু
৫০. অচল সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
(ক) চুয়াড় বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) কোনটি নয়
৫১. ব্ল্যাক শার্ট বাহিনীর সর্বোচ্চ নেতা কে ছিলেন ?
(ক) হিটলার
(খ) মুসোলিনি
(গ) মোহাম্মদ ইকবাল
(ঘ) দাদাভাই নৌরজি
৫২. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক কামিনী রায় কে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করেন ?
(ক) ১৯২৮ সালে
(খ) ১৯২৯ সালে
(গ) ১৯৩০ সালে
(ঘ) ১৯৩২ সালে
৫৩. রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব গীতগোবিন্দম কোন ভাষায় রচিত করেছেন ?
(ক) হিন্দি
(খ) ইংরেজি
(গ) সংস্কৃত
(ঘ) উর্দু
৫৪. হান্টার কমিশন কত সালে গঠন হয় ?
(ক) ১৮৮২ সালে
(খ) ১৮৭৭ সালে
(গ) ১৯০১ সালে
(ঘ) ১৮৬৯ সালে
৫৫. কাবুলে কোন ব্যক্তির সমাধিস্থল অবস্থিত ?
(ক) ঔরঙ্গজেব
(খ) সম্রাট জাহাঙ্গীর
(গ) দ্বিতীয় বাহাদুর শাহ
(ঘ) বাবর
৫৬. ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন -
(ক) নেতাজি সুভাষচন্দ্র বসু
(খ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
(গ) স্বামিবিবেকানন্দ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৫৭. হিরোশিমা দিবস কবে পালন করা হয় ?
(ক) ৯ জানুয়ারী
(খ) ১৫ সেপ্টেম্বর
(গ) ৬ আগস্ট
(ঘ) ২৭ জুলাই
৫৮. হরপ্পা সভ্যতা কোন ধাতু ব্যবহৃত হতো না ?
(ক) লোহা
(খ) তামা
(গ) দস্তা
(ঘ) কোনটি নয়
৫৯. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
(ক) রাজেন্দ্র প্রসাদ
(খ) প্রণব মুখার্জি
(গ) এপিজে আবদুল কালাম
(ঘ) সরদার বল্লভ ভাই
৬০. বক্সারের যুদ্ধ কবে হয়েছিল ?
(ক) ২২ অক্টোবর ১৭৬৪
(খ) ২১ মে ১৭৬৭
(গ) ১২ ফেব্রুয়ারি ১৭৮৯
(ঘ) ২৮ মার্চ ১৭৮২
৬১. কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ?
(ক) ১৯০৫ সালে
(খ) ১৯০৬ সালে
(গ) ১৯১১ সালে
(ঘ) ১৯১২ সালে
৬২. ভারত স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(ক) লুইস ভিভিয়ান ডিরোজিও
(খ) সরদার বল্লভ ভাই প্যাটেল
(গ) ক্লিমেন্ট এটলি
(ঘ) জওহরলাল নেহেরু
৬৩. ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ - উক্তিটি কার ?
(ক) মহাত্মা গান্ধী
(খ) ক্ষুদিরাম বসু
(গ) জহরলাল নেহেরু
(ঘ) সরদার বল্লভ ভাই প্যাটেল
৬৪. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?
(ক) আকবর
(খ) হুমায়ুন
(গ) শেরশাহ
(ঘ) ফরিদ খাঁ
৬৫. আইহোল প্রশস্তি কে রচনা করেন ?
(ক) দ্বিতীয় পুলকেশী
(খ) হরিষেন
(গ) রবিকীর্তি
(ঘ) স্যার জেমস প্রিন্সেপ
৬৬. রবিকীর্তি কার সভাকবি ছিলেন ?
(ক) দ্বিতীয় পুলকেশী
(খ) গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের
(গ) স্কন্দ গুপ্তের
(ঘ) আলাউদ্দিন খলজির
৬৭. নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল কোন জাহাজে ?
(ক) এম ভি আকবর
(খ) তলোয়ার
(গ) রয়্যাল স্টুয়ার্ট
(ঘ) কোনটি নয়
৬৮. কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
(ক) জয়নাল আবেদিন
(খ) মোহাম্মদ বিন
(গ) মোহাম্মদ ইকবাল
(ঘ) জাহিদ খান
৬৯. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৪ ই নভেম্বর ১৯১৭
(খ) ২৩ শে ডিসেম্বর ১৯২৩
(গ) ৩১ শে অক্টোবর ১৯২০
(ঘ) ২৭ শে মার্চ ১৯১৫
৭০. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন ?
(ক) ১৭৩৪ সালে
(খ) ১৭৩৮ সালে
(গ) ১৭৩৯ সালে
(ঘ) ১৭৪৫ সালে
৭১. ঘর্ঘরার যুদ্ধ কবে হয়েছিল ?
(ক) ৬ মে ১৫২৯
(খ) ৮ মার্চ ১৫৩৭
(গ) ১৩ এপ্রিল ১৫৬৭
(ঘ) ২৬ নভেম্বর ১৫৪২
৭২. ত্রিশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
(ক) ১৮৭৮ খ্রীষ্টাব্দে
(খ) ১৮৮০ খ্রীষ্টাব্দে
(গ) ১৮৮২ খ্রীষ্টাব্দে
(ঘ) ১৮৩৪ খ্রীষ্টাব্দে
৭৩. শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত ?
(ক) বৌদ্ধধর্ম
(খ) জৈনধর্ম
(গ) শৈবধর্ম
(ঘ) বৈয়বধর্ম
৭৪. প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক কে ?
(ক) আইজাক নিউটন
(খ) গ্যালিলিও
(গ) রবার্ট ক্লাইভ
(ঘ) অ্যাডাম স্মিথ
৭৫. নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ?
(ক) তক্ষশীলা
(খ) কনৌজ
(গ) মগধ
(ঘ) উজ্জয়িনী
প্রশ্ন ও উত্তর গুলি পিডিএফে আছে
File Details::
File Name: History MCQ Questions & Answers
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 07
File size: 1 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box