বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা ও সাল তালিকা PDF | Dicoverers of Various Gases
![]() |
বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা |
আজ বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা ও সাল তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন প্রকার গ্যাস ও তাদের আবিষ্কারকের নামের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় উপস্থাপন করা আছে। বিভিন্ন কম্পেটিটিভ পরীক্ষায় ভৌত বিজ্ঞানের অন্যতম একটি টপিক হিসাবে এখান থেকে ক্রমশই প্রশ্ন এসে থাকে। যেমন:- নাইট্রোজেন গ্যাস কে আবিস্কার করেন?, হাইড্রোজেন কে আবিষ্কার করেন?, ওজোন গ্যাস কে আবিস্কার করেন?, অক্সিজেন কে আবিষ্কার করেন?, ইত্যাদি।
সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ফ্রীতে ডাউনলোড করে নিন।
বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা ও সাল
গ্যাস | আবিষ্কর্তা | সাল |
---|---|---|
কার্বন-ডাই-অক্সাইড | জোসেফ ব্ল্যাক | ১৭৫০ |
হাইড্রোজেন | হেনরী ক্যাভেন্ডিস | ১৭৬৬ |
নাইট্রোজেন | ড্যানিয়েল রাদারফোর্ড | ১৭৭২ |
অক্সিজেন | জোসেফ প্রিস্টলে | ১৭৭৪ |
অ্যামোনিয়া | জে. প্রিস্টলে | ১৭৭৫ |
কার্বন মনোক্সাইড | ডে লেসসন | ১৭৭৬ |
মিথেন | অ্যালেসস্যান্ড্র ভোল্টা | ১৭৭৬-৭৮ |
ওজোন | সোনবাঁ | ১৮৪০ |
আর্গন | র্যালিথ ও র্যামজে | ১৮৯৪ |
হিলিয়াম | উইলিয়াম র্যামজে | ১৮৯৫ |
ক্রিপটন | র্যামজে ও ট্রাভার্স | ১৮৯৫ |
জেনন | র্যামজে ও ট্রাভার্স | ১৮৯৮ |
নিয়ন | র্যামজে ও ট্রাভার্স | ১৮৯৮ |
❏ প্রশ্নোত্তরে বিভিন্ন গ্যাসের আবিস্কর্তা::
প্রশ্নঃ কার্বন-ডাই-অক্সাইড কে আবিষ্কার করেন?
উত্তরঃ জোসেফ ব্ল্যাক, ১৭৫০
প্রশ্নঃ হাইড্রোজেন গ্যাস কে আবিস্কার করেন?
উত্তরঃ হেনরী ক্যাভেন্ডিস, ১৭৬৬
প্রশ্নঃ নাইট্রোজেন কে আবিষ্কার করেন?
উত্তরঃ ড্যানিয়েল রাদারফোর্ড, ১৭৭২
প্রশ্নঃ অক্সিজেন গ্যাস কে আবিস্কার করেন?
উত্তরঃ জোসেফ প্রিস্টলে, ১৭৭৪
প্রশ্নঃ অ্যামোনিয়া কে আবিষ্কার করেন?
উত্তরঃ জে. প্রিস্টলে, ১৭৭৫
প্রশ্নঃ কার্বন মনোক্সাইড গ্যাস কে আবিস্কার করেন?
উত্তরঃ ডে লেসসন, ১৭৭৬
প্রশ্নঃ মিথেন কে আবিষ্কার করেন?
উত্তরঃ অ্যালেসস্যান্ড্র ভোল্টা, ১৭৭৬-৭৮
প্রশ্নঃ ওজোন গ্যাস কে আবিস্কার করেন?
উত্তরঃ সোনবাঁ, ১৮৪০
প্রশ্নঃ আর্গন কে আবিষ্কার করেন?
উত্তরঃ র্যালিথ ও র্যামজে, ১৮৯৪
প্রশ্নঃ হিলিয়াম গ্যাস কে আবিস্কার করেন?
উত্তরঃ উইলিয়াম র্যামজে, ১৮৯৫
প্রশ্নঃ ক্রিপটন কে আবিষ্কার করেন?
উত্তরঃ র্যামজে ও ট্রাভার্স, ১৮৯৫
প্রশ্নঃ জেনন গ্যাস কে আবিস্কার করেন?
উত্তরঃ র্যামজে ও ট্রাভার্স, ১৮৯৮
প্রশ্নঃ নিয়ন কে আবিষ্কার করেন?
উত্তরঃ র্যামজে ও ট্রাভার্স, ১৮৯৮
আবিস্কর্তার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: Inventors of Different Gases
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 01
File size: 0.28 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box